হোম > সারা দেশ > ঝিনাইদহ

দুই শিশুসন্তানকে নিয়ে ঘুরতে গিয়ে লাশ হয়ে ফিরলেন বাবা

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে দুই শিশুসন্তানকে নিয়ে ঘুরতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় রাশেদুল (৩৬) নামে এক ব্যক্তি মারা গেছেন। এ ঘটনায় তাঁর দুই সন্তান আবুজার (৮) ও হুজাইফা (৫) আহত হয়। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরেছে তারা। 

গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে ঝিনাইদহ শহরের ট্রাক টার্মিনাল এলাকায় সড়ক দুর্ঘটনায় মারা যান তিনি। রাশেদুল শহরের কাঞ্চনপুর উত্তরপাড়ার সামসুল হকের ছেলে এবং পেশায় একজন কাপড় ব্যবসায়ী। 

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সুমন আলী জানান, রাতে শহরের মুজিব চত্বর এলাকা থেকে মোটরসাইকেলযোগে দুই সন্তানকে নিয়ে বাড়ি ফিরছিলেন রাশেদুল। পথে ট্রাক টার্মিনাল এলাকায় এসে মোটরসাইকেলটি রাস্তা পার হওয়ার সময় পেছন দিক থেকে আসা দ্রুতগামী অপর একটি মোটরসাইকেল তাদের ধাক্কা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে সদর হাসপাতালে আনলে চিকিৎসক রাশেদুলকে মৃত ঘোষণা করেন। আর তাঁর আহত দুই সন্তান হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে। 

ঝিনাইদহ সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. অপু শেখ জানান, সড়ক দুর্ঘটনায় শিশু দুটি হালকা আঘাতপ্রাপ্ত হয়েছে। তাদের চিকিৎসা দেওয়া হয়েছে। 

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. সোহেল রানা বলেন, সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়ে এখনো কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।  নিহত ব্যক্তিকে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। 

ঝিনাইদহ-৪ আসনে ‘বঙ্গবন্ধু সেনা পরিষদ’ নেতার মনোনয়নপত্র দাখিল

আমাকে তারেক রহমান মনোনীত করে পাঠিয়েছেন: রাশেদ খান

ঝিনাইদহ-১ আসনে সদ্য সাবেক অ্যাটর্নি জেনারেলের মনোনয়নপত্র জমা

ঝিনাইদহ-৪ আসন: রাশেদ খানকে নিয়ে ক্ষুব্ধ বিএনপির নেতা-কর্মীরা

গণঅধিকারের রাশেদকে আসনছাড়, কানে ধরে দলত্যাগ বিএনপি কর্মীর

২৮ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেব: ঝিনাইদহে অ্যাটর্নি জেনারেল

ভোট চুরির এমপি হতে চাই না: অ্যাটর্নি জেনারেল

ঝিনাইদহে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আরোহী নিহত, বন্ধু আহত

হাদির মৃত্যু: ঝিনাইদহে আ.লীগের ২ নেতার বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা

ভেকুর সামনে শুয়ে পড়লেন ইটভাটার শ্রমিকেরা, বাধার মুখে ফিরে গেলেন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা