হোম > সারা দেশ > ঝিনাইদহ

৪৯ দিন হাসপাতালের বারান্দায় থেকেই মারা গেলেন অজ্ঞাতনামা সেই নারী

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি 

পঞ্চাশোর্ধ্ব বয়সের অজ্ঞাত পরিচয়ের নারী। ছবি: আজকের পত্রিকা

দীর্ঘ ৪৯ দিন ধরে ঝিনাইদহের কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের বারান্দায় শুয়ে ছিলেন। চিকিৎসা দিতে গেলেও নিতেন না। শুধু খাবার ও পানি দিলে খেতেন। অবশেষে সেখানেই মারা গেলেন অজ্ঞাত পরিচয়ের পঞ্চাশোর্ধ্ব বয়সের সেই নারী। পরিচয় ছাড়াই দাফনও সম্পন্ন হলো। এই সময়টাতে তাঁর খাবারের জোগান ও দাফনের ব্যবস্থা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

আজ শুক্রবার তাঁর দাফনের বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আশরাফুল ইসলাম। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে তিনি মারা যান।

হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৭ অক্টোবর সন্ধ্যায় কে বা কারা অজ্ঞাত ওই নারীকে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে যান। সে দিন থেকে স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু ওয়ার্ডের সামনের বারান্দায় চিকিৎসকদের তত্ত্বাবধানে ছিলেন তিনি। কিন্তু ৪৯ দিন যাবৎ তিনি তেমন কোনো চিকিৎসাসেবা নেননি। তবে খাবার আর পানি দিলে, তা খেয়ে আবারও শুয়ে থেকেছেন। এ ব্যাপারে তাঁকে নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে ছিল হাসপাতাল কর্তৃপক্ষ।

তাঁর মৃত্যুর বিষয়টি কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার পুলিশ কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের অবগত করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আশরাফুল ইসলাম। তিনি বলেন, ‘দীর্ঘ ৪৯ দিন চিকিৎসাধীন অবস্থায় কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের বারান্দায় ছিলেন ওই নারী। সেই থেকে তাঁর খাওয়াদাওয়াসহ ওষুধপত্রের ব্যবস্থা করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘বৃহস্পতিবার রাতে হঠাৎ মারা যান। এরপর ওনার বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কোটচাঁদপুর থানাকে অবহিত করা হয়। তারপরও অজ্ঞাত ওই নারীর কোনো পরিচয় না পেয়ে শুক্রবার দুপুরে কোটচাঁদপুর কবর স্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।’

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, ‘বিষয়টি নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিঠি দিয়ে ছিল। তবে তাঁর কোনো পরিচয় পাওয়া যায়নি।’

ঝিনাইদহ-৪ আসনে ‘বঙ্গবন্ধু সেনা পরিষদ’ নেতার মনোনয়নপত্র দাখিল

আমাকে তারেক রহমান মনোনীত করে পাঠিয়েছেন: রাশেদ খান

ঝিনাইদহ-১ আসনে সদ্য সাবেক অ্যাটর্নি জেনারেলের মনোনয়নপত্র জমা

ঝিনাইদহ-৪ আসন: রাশেদ খানকে নিয়ে ক্ষুব্ধ বিএনপির নেতা-কর্মীরা

গণঅধিকারের রাশেদকে আসনছাড়, কানে ধরে দলত্যাগ বিএনপি কর্মীর

২৮ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেব: ঝিনাইদহে অ্যাটর্নি জেনারেল

ভোট চুরির এমপি হতে চাই না: অ্যাটর্নি জেনারেল

ঝিনাইদহে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আরোহী নিহত, বন্ধু আহত

হাদির মৃত্যু: ঝিনাইদহে আ.লীগের ২ নেতার বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা

ভেকুর সামনে শুয়ে পড়লেন ইটভাটার শ্রমিকেরা, বাধার মুখে ফিরে গেলেন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা