হোম > সারা দেশ > ঝিনাইদহ

মাঝরাতে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে গণঅধিকার পরিষদ ছাড়লেন ঝিনাইদহের প্রচার সম্পাদক

ঝিনাইদহ প্রতিনিধি

আকিব জাভেদ বাবু। ছবি: সংগৃহীত

গণঅধিকার পরিষদের ঝিনাইদহ জেলা শাখার প্রচার সম্পাদক আকিব জাভেদ বাবু দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। গতকাল সোমবার মধ্যরাতে ফেসবুকে পোস্ট দিয়ে তিনি দল ছাড়ার ঘোষণা দেন।

নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে আকিব জাভেদ বাবু লেখেন, ‘আমি গণঅধিকার পরিষদ, ঝিনাইদহ জেলা শাখার প্রচার সম্পাদক পদ থেকে সম্পূর্ণ খুশি মেজাজে পদত্যাগ করলাম। আমি একমাত্র আল্লাহর সৈনিক।’

ফেসবুক পোস্টের বিষয়ে আকিব জাভেদ বাবু আজকের পত্রিকাকে বলেন, ‘এই রাজনীতিটা আমার ভালো লাগছে না। এ জন্যই এ সিদ্ধান্ত নিয়েছি। সবাই হয়তো মনে করছে, আমি গণঅধিকার পরিষদকে খাটো করে দেখছি। আসলে এমন কোনো বিষয় না। আমি ৫ আগস্টের পর থেকে রাজনীতি থেকে অনেকটাই বিরত আছি। বর্তমানে আমার রাজনীতি করতে ভালো লাগছে না, তাই পদত্যাগ করছি।’

আকিব জাভেদ বাবু আরও বলেন, ‘আমার মনে হয়েছে, এই দল না করা উচিত। সবাই মনে করে, রাজনৈতিক দলের যে নেতা-কর্মীরা আছে তাদের সবাই আদর্শ হিসেবেই মানে। কিন্তু যারা আছে, তারা কখনো আমার আদর্শ হতে পারে না। আমি দেখছি, এই মানুষগুলোর সঙ্গে আমার অনেকটাই অমিল। এদের আমি আদর্শ হিসেবে নিই না।’

আকিব জাভেদ বাবু বলেন, ‘আমি যাদের সঙ্গে মিশি বা দল করি, তাদের যদি আমার ভালো না লাগে বা আমার আদর্শের জায়গা থেকে না মেলে, তাহলে তো আমার সেটা ভালো লাগার কথা না। এটাই আসলে মূল বিষয়। তবে আমাকে কেউ বিপথে পরিচালিত করতে পারবে না। আমার ফেসবুক পোস্টে হয়তো বা অনেকে অনেক কিছু মনে করতে পারেন। আমি আমার ইমানের জায়গা থেকে চেষ্টা করছি দল থেকে দূরে থাকার।’

অন্য কোনো রাজনৈতিক দলে যুক্ত হচ্ছেন না জানিয়ে তিনি বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে আমাদের দলের যে গ্রুপ আছে, সেখানে আমি লিখিতভাবে আমার পদত্যাগ করার বিষয়টি জানিয়ে দিয়েছি।’

ভোট চুরির এমপি হতে চাই না: অ্যাটর্নি জেনারেল

ঝিনাইদহে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আরোহী নিহত, বন্ধু আহত

হাদির মৃত্যু: ঝিনাইদহে আ.লীগের ২ নেতার বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা

ভেকুর সামনে শুয়ে পড়লেন ইটভাটার শ্রমিকেরা, বাধার মুখে ফিরে গেলেন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা

ঝিনাইদহের চার আসন: বিএনপিতে মনোনয়ন পেতে তোড়জোড়, প্রচারে সবাই

চিকিৎসা ব্যয় মেটাতে দ্বারে দ্বারে সাহেব আলী, বাঁচার আকুতি

ঝিনাইদহে বড় ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ ছোট ভাইয়ের বিরুদ্ধে

অবৈধ ট্রাক টার্মিনাল উচ্ছেদ

শিশু হাসপাতাল: বেশির ভাগ মেশিন নষ্ট, সেবাবঞ্চিত নবজাতক

গলায় রশি প্যাঁচানো নছিমনচালকের লাশ উদ্ধার