হোম > সারা দেশ > ঝিনাইদহ

সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র কারাগারে 

ঝিনাইদহ প্রতিনিধি

সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন ঝিনাইদহের আদালত। আজ সোমবার জেলা জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক রিয়াদ হাসান এ আদেশ দেন। তাকে রাজধানীর একটি মামলায় আটক দেখানো হয়েছে।

শুনানির সময় রাষ্ট্র পক্ষের কোন আইনজীবী উপস্থিত না থাকলেও আসামি পক্ষে ছিলেন আইনজীবী জিয়াউর রহমান। বিচার শেষে তিনি উপস্থিত গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা না বলে দ্রুত আদালত ত্যাগ করেন।

এর আগে গতকাল রোববার রাতে ঝিনাইদহের মহেশপুর শ্রীনাথপুর সীমান্তের ভবনগর নামক স্থান থেকে তাকে আটক করে ৫৮ বডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তার সঙ্গে একজন নারী ও দুজন পুরুষ ছিলেন। এরপর বিজিবি স্থানীয় থানায় তাকে সোপর্দ করা হয়।

বিজিবি-৫৮ ব্যাটালিয়নের পরিচালক শাহ মো. আজিজুস শহীদ জানান, রাতে সীমান্ত এলাকায় বিজিবির টহল চলছিল। সেসময় কয়েকজন ব্যক্তি অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে পালানোর চেষ্টা করছে এমন তথ্য আসে। ওই তথ্যের ভিত্তিতে সীমান্তের খুব কাছে শ্রীনাথপুর বিওপি সংলগ্ন শ্যামকুড় ইউনিয়নের ভবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে সীমান্ত পিলার ৬১ এর শূন্য রেখার প্রায় কাছাকাছি অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

উল্লেখ, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন হয়। ওই দিনই দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। সরকার পতনের দুই মাসের মাথায় আটক হলেন খুলনা-৫ আসনের এ সংসদ সদস্য।

‘বিএনপি ক্ষমতায় না এলে ভাত খাব না’ বলা নিজামের স্বপ্ন পূরণ হলো না

ঝিনাইদহে ইছামতী নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

ঝিনাইদহ-৪: রাশেদ খানকে অফিস ছেড়ে দিতে হুমকির অভিযোগ

ঝিনাইদহে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে নদীতে, দুজন নিহত

ঝিনাইদহ-৪ আসনে ‘বঙ্গবন্ধু সেনা পরিষদ’ নেতার মনোনয়নপত্র দাখিল

আমাকে তারেক রহমান মনোনীত করে পাঠিয়েছেন: রাশেদ খান

ঝিনাইদহ-১ আসনে সদ্য সাবেক অ্যাটর্নি জেনারেলের মনোনয়নপত্র জমা

ঝিনাইদহ-৪ আসন: রাশেদ খানকে নিয়ে ক্ষুব্ধ বিএনপির নেতা-কর্মীরা

গণঅধিকারের রাশেদকে আসনছাড়, কানে ধরে দলত্যাগ বিএনপি কর্মীর

২৮ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেব: ঝিনাইদহে অ্যাটর্নি জেনারেল