ঝিনাইদহ ক্যাডেট কলেজের সামনে বাসের ধাক্কায় রফিকুল ইসলাম (৫৬) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত রফিকুল শৈলকুপা উপজেলার মহব্বতপুর গ্রামের লতিব মোল্লার ছেলে। তিনি শহরে ব্র্যাক ব্যাংকে নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন।
ঝিনাইদহ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সুমন আলী বলেন, আজ সকালে ডিউটি শেষে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন রফিকুল ইসলাম। পথে ক্যাডেট কলেজের সামনে পৌঁছালে পেছন দিক থেকে আসা কুষ্টিয়াগামী গড়াই পরিবহনের একটি বাস তাঁকে ধাক্কা দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে রফিকুল ইসলামকে আহতাবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন। পরে সেখানকার চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
স্টেশন অফিসার আরও বলেন, ঘটনার পরপরই ঘাতক বাসটি পালিয়ে যায়। তাই বাসচালক ও হেলপারকে আটক করতে পারেনি পুলিশ।