হোম > সারা দেশ > ঝিনাইদহ

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নারীর মৃত্যু, স্বামী-সন্তান আহত

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন তাঁর স্বামী ও দুই বছর বয়সী সন্তান। আজ বুধবার বেলা ১১টার দিকে উপজেলার কাচেরকোল ইউনিয়নের মৌকুড়ী গ্রামের মাস্টার মোড় এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনাস্থল থেকে তাঁদের উদ্ধার করে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে ওই নারীকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক এবং আশঙ্কাজনক অবস্থায় তাঁর স্বামীকে ফরিদপুর মেডিকেল কলেজে রেফার করা হয়। তাঁদের সন্তান শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। সেই সঙ্গে দুর্ঘটনাকবলিত ট্রাকটি আটকে রেখেছেন স্থানীয়রা।

নিহত নারীর নাম রুমা (৩৫)। তাঁর স্বামীর নাম মো. রবি (৪০) ও ছেলে রাহি (২)। তাঁরা উপজেলার ধুলিয়াপাড়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। রবি ওই গ্রামের আব্দুল গনির ছেলে।

স্থানীয়রা বলছেন, রবি তাঁর স্ত্রী ও সন্তানকে নিয়ে মোটরসাইকেলযোগে শৈলকুপা থেকে বাড়ির উদ্দেশে যাচ্ছিলেন। এমন সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাঁর স্ত্রী মারা যান। আহত হন স্বামী ও দুই বছর বয়সী সন্তান। পরে তাঁদের উদ্ধার করে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। রবিকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজে রেফার করেছেন সেখানকার কর্তব্যরত চিকিৎসক। তাঁদের শিশুসন্তানকে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার শাহনাজ ইবনে কাশেম আজকের পত্রিকাকে বলেন, ‘হাসপাতালে পৌঁছানোর আগেই রুমা নামে এক নারীর মৃত্যু হয়। হাসপাতালে আনার পর আমরা তাঁকে মৃত ঘোষণা করি। তাঁর স্বামীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজে রেফার করা হয়েছে। শিশুসন্তান চিকিৎসাধীন রয়েছে।’

এ বিষয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ট্রাকের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে এবং স্বামী ও সন্তান আহত হয়েছে। এ ব্যাপারে থানায় কোনো মামলা হয়নি। এলাকাবাসী ট্রাকটি আটকে রেখেছিল। চালক পালিয়ে গেছেন। পরে পুলিশ গিয়ে ট্রাকটি জব্দ করেছে।

‘বিএনপি ক্ষমতায় না এলে ভাত খাব না’ বলা নিজামের স্বপ্ন পূরণ হলো না

ঝিনাইদহে ইছামতী নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

ঝিনাইদহ-৪: রাশেদ খানকে অফিস ছেড়ে দিতে হুমকির অভিযোগ

ঝিনাইদহে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে নদীতে, দুজন নিহত

ঝিনাইদহ-৪ আসনে ‘বঙ্গবন্ধু সেনা পরিষদ’ নেতার মনোনয়নপত্র দাখিল

আমাকে তারেক রহমান মনোনীত করে পাঠিয়েছেন: রাশেদ খান

ঝিনাইদহ-১ আসনে সদ্য সাবেক অ্যাটর্নি জেনারেলের মনোনয়নপত্র জমা

ঝিনাইদহ-৪ আসন: রাশেদ খানকে নিয়ে ক্ষুব্ধ বিএনপির নেতা-কর্মীরা

গণঅধিকারের রাশেদকে আসনছাড়, কানে ধরে দলত্যাগ বিএনপি কর্মীর

২৮ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেব: ঝিনাইদহে অ্যাটর্নি জেনারেল