হোম > সারা দেশ > ঝিনাইদহ

খ্যাপা শেয়ালের হানা, দৌড়ে প্রাণে বাঁচল দুই কলেজছাত্র

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

শেয়ালের কামড়ে আহত হয়েছেন কলেজপড়ুয়া সজীব হালদার (২২) ও চিন্ময় ঘোষ (১৯)। শেয়ালের আক্রমণ থেকে বাঁচতে দৌড়ে পালিয়েছেন তাঁরা। গতকাল শুক্রবার সন্ধ্যা রাতে ঘটনাটি ঘটেছে মহেশপুরের বজরাপুর গ্রামের বাঁওড় পাড়ে। সজীব হালদার কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে এবং চিন্ময় মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। 

সজীব হালদারের বাবা সাধন হালদার বলেন, ‘শুক্রবার, ঘড়িতে তখন সন্ধ্যা সাড়ে ৭টা বাজে। সজীব ফিশারি ঘাটে বসে মোবাইলে কথা বলছিল। হঠাৎ করে একটা শেয়াল এসে বাম হাতের কবজিতে কামড় দিয়ে ধরে। উপায় না পেয়ে হাতে থাকা মোবাইল ছুড়ে মারে শেয়ালের গায়ে। এতে শেয়ালটি আরও খেপে গিয়ে ডান হাতে কামড়ে ধরে। এরপর সে ভয়ে দৌড়ে বাড়িতে চলে আসে। শেয়ালের কামড়ে তার দুই হাতের বেশ কয়েক স্থানে ক্ষতের সৃষ্টি হয়েছে।’ 

সাধন হালদার জানান, সজীবকে পরে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে আসে। 

একই সময় প্রতিবেশী অশোক ঘোষের ছেলে চিন্ময় ঘোষকেও শেয়াল কামড় দেয় বলে জানান সাধন হালদার। পরে অশোক ঘোষ ছেলেকে নিয়ে মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসা দিয়ে বাড়িতে এনেছেন। 

সজীব হালদার আর চিন্ময় ঘোষ দুজনই কলেজছাত্র। তাঁরা মহেশপুর উপজেলার বজরাপুর গ্রামের বাসিন্দা। 

এ ব্যাপারে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সাব্বির হোসেন বলেন, ‘শেয়ালের কামড়ে দুই হাতেই ক্ষত হয়েছিল সজীব হালদারের। তাঁকে দেখে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এরপর তাঁরা বাড়িতে চলে যান।’

‘বিএনপি ক্ষমতায় না এলে ভাত খাব না’ বলা নিজামের স্বপ্ন পূরণ হলো না

ঝিনাইদহে ইছামতী নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

ঝিনাইদহ-৪: রাশেদ খানকে অফিস ছেড়ে দিতে হুমকির অভিযোগ

ঝিনাইদহে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে নদীতে, দুজন নিহত

ঝিনাইদহ-৪ আসনে ‘বঙ্গবন্ধু সেনা পরিষদ’ নেতার মনোনয়নপত্র দাখিল

আমাকে তারেক রহমান মনোনীত করে পাঠিয়েছেন: রাশেদ খান

ঝিনাইদহ-১ আসনে সদ্য সাবেক অ্যাটর্নি জেনারেলের মনোনয়নপত্র জমা

ঝিনাইদহ-৪ আসন: রাশেদ খানকে নিয়ে ক্ষুব্ধ বিএনপির নেতা-কর্মীরা

গণঅধিকারের রাশেদকে আসনছাড়, কানে ধরে দলত্যাগ বিএনপি কর্মীর

২৮ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেব: ঝিনাইদহে অ্যাটর্নি জেনারেল