হোম > সারা দেশ > ঝিনাইদহ

ঝিনাইদহের হাটগোপালপুরে এক রাতে ২৬টি দোকানে চুরি

ঝিনাইদহ প্রতিনিধি

৪টি মার্কেটের ২৬টি দোকানে চুরি হয়েছে। ছবি: আজকের পত্রিকা

ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর বাজারে চারটি মার্কেটের ২৬টি দোকানে চুরির ঘটনা ঘটেছে। গতকাল রোববার রাতে অধিকাংশ দোকানের শাটার ভেঙে অর্থ ও মালামাল চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

আজ সোমবার সকাল ১০টার দিকে সরেজমিন দেখা যায়, অধিকাংশ দোকানের শাটার ভাঙা অবস্থায় রয়েছে। দোকানের জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে আছে। খালি ক্যাশবাক্স পড়ে আছে।

ব্যবসায়ীরা বলেন, গতকাল রাতে দোকান বন্ধ করে তাঁরা বাড়ি চলে যান। রাত দেড়টা থেকে ভোর পর্যন্ত বাজারের বিভিন্ন এলাকার চারটি মার্কেটে প্রবেশ করে দুর্বৃত্তরা। বাজারের ২৬টি দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে নগদ টাকা ও মালামাল নিয়ে গেছে তারা। ব্যবসায়ীরা সকালে বাজারে এসে চুরি হওয়ার বিষয়টি বুঝতে পারেন।

ব্যবসায়ীরা দাবি করেন, আনুমানিক ১০ লাখ টাকার মালামাল খোয়া গেছে। শিগগিরই এই চোর চক্রকে শনাক্ত করে গ্রেপ্তার এবং চুরি যাওয়া মালামাল উদ্ধারের দাবি জানান তাঁরা।

ভুক্তভোগী ব্যবসায়ী কাজী মাহমুদ রানা বলেন, হাটগোপালপুর বাজারের শাহজালাল ব্যাংক মার্কেট, নিউমার্কেট, রাজমণি সুপার মার্কেট ও গাফ্ফার মার্কেটে রাতে চুরি হয়েছে। চোরেরা প্রতিটি দোকানের শাটার ভেঙে ভেতরে প্রবেশ করে দোকানের ক্যাশবাক্স থেকে নগদ টাকা ও মালামাল চুরি করেছে।

মিমি ফার্মেসির স্বত্বাধিকারী রাজু আহম্মেদ বলেন, ‘আমার দোকান থেকে ব্যবসার নগদ দুই লাখ টাকা নিয়ে গেছে। বাজার কমিটির অবহেলা ও গাফিলতির কারণে চুরির ঘটনা ঘটল। এর আগেও একাধিকবার বাজারে চুরি হয়েছে।’

হাটগোপালপুর বাজার মালিক সমিতির দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন মিন্টু বলেন, বাজারে চুরির ঘটনা প্রশাসনকে জানানো হয়েছে। ভিডিও ফুটেজ থেকে ওই চোর চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, সিসি টিভির ফুটেজে চুরির প্রমাণ পাওয়া গেছে। শিগগিরই চোর চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

‘বিএনপি ক্ষমতায় না এলে ভাত খাব না’ বলা নিজামের স্বপ্ন পূরণ হলো না

ঝিনাইদহে ইছামতী নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

ঝিনাইদহ-৪: রাশেদ খানকে অফিস ছেড়ে দিতে হুমকির অভিযোগ

ঝিনাইদহে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে নদীতে, দুজন নিহত

ঝিনাইদহ-৪ আসনে ‘বঙ্গবন্ধু সেনা পরিষদ’ নেতার মনোনয়নপত্র দাখিল

আমাকে তারেক রহমান মনোনীত করে পাঠিয়েছেন: রাশেদ খান

ঝিনাইদহ-১ আসনে সদ্য সাবেক অ্যাটর্নি জেনারেলের মনোনয়নপত্র জমা

ঝিনাইদহ-৪ আসন: রাশেদ খানকে নিয়ে ক্ষুব্ধ বিএনপির নেতা-কর্মীরা

গণঅধিকারের রাশেদকে আসনছাড়, কানে ধরে দলত্যাগ বিএনপি কর্মীর

২৮ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেব: ঝিনাইদহে অ্যাটর্নি জেনারেল