হোম > সারা দেশ > ঝিনাইদহ

খেতে কীটনাশক দিয়ে পাখি হত্যার পর ঝুলিয়ে রাখা হলো লাঠিতে

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে কীটনাশক প্রয়োগ করে অর্ধশতাধিক পাখি হত্যার ঘটনা ঘটেছে। বাকড়ি গ্রামের কৃষক মো. মুন্নু গেল কয়েক দিনে এ ঘটনা ঘটিয়েছেন। মৃত্যুর পর ওই পাখিগুলো তিনি লাঠির সঙ্গে বেঁধে ঝুলিয়ে রাখেন। গতকাল বুধবার (২১ ডিসেম্বর) সদরের আলিয়ার বাকড়ি গ্রামের মাঠে গমখেতে এমন দৃশ্য দেখা যায়।
 
খোঁজ নিয়ে জানা যায়, প্রায় ১০ দিন আগে নিজের ১৮ কাঠা জমিতে গমের বীজ বপন করেন স্থানীয় কৃষক মো. মুন্নু। এরপর সেখানে শালিক, ঘুঘুসহ অন্যান্য পাখি বসে অনেক বীজ খেয়ে ফেলে। এতে ক্ষিপ্ত হয়ে দুই দিন পর ওই কৃষক জমিতে কীটনাশক প্রয়োগ করেন। কীটনাশক মেশানো গম খেয়ে একের পর এক পাখি মারা যেতে থাকে। এরপর মৃত পাখিগুলো রশি দিয়ে লাঠিতে বেঁধে এক সপ্তাহ ধরে খেতেই ঝুলিয়ে রাখেন তিনি। অনেক পাখি এরই মধ্যে পচে গেছে, কোনোটি শেয়ালে নিয়ে গেছে।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয়রা জানান, গমের সঙ্গে কীটনাশক প্রয়োগের ফলে সেই গম খেয়ে পাখিগুলো মারা গেছে। কিছু পাখি পচে গেছে, কিছুতে পচা গন্ধ বের হচ্ছে, আবার অনেক পাখি কাক-শেয়ালে নিয়ে গেছে। আসলে পাখিগুলো এভাবে মেরে ঝুলিয়ে রাখা অমানবিক ঘটনা।

এদিকে কৃষক মো. মুন্নু বলেন, ‘খেতের গমবীজ ছিটানোর পর পাখিগুলো বসে তা খেয়ে ফেলছিল। তাই বীজ রক্ষার জন্যই কীটনাশক দেওয়া হয়েছিল। আর সেগুলো খেয়ে পাখি মরেছে। তবে অন্য পাখি যেন খেতে আর না বসে, এ জন্য মৃত পাখিগুলো ঝুলিয়ে রাখা হয়েছে। হয়তো এ কাজ করা ঠিক হয়নি।’ এ সময় তিনি ঘটনাটি গণমাধ্যমে প্রকাশ না করার জন্যও ভীতি প্রদর্শন করেন।

ঝিনাইদহ বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন বলেন, ‘পাখি হত্যা করা অপরাধ। আমি একটি ট্রেনিংয়ের কাজে যশোরে এসেছি। এ বিষয়ে পড়ে আপনার সঙ্গে কথা বলব।’

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, ফসলের খেতে কীটনাশক দিয়ে পাখি হত্যা অবশ্যই অপরাধ। এ ব্যাপারে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা হতে পারে। তবে কেউ লিখিত অভিযোগ দিলে পুলিশ অবশ্যই আইনগত ব্যবস্থা নেবে।

‘বিএনপি ক্ষমতায় না এলে ভাত খাব না’ বলা নিজামের স্বপ্ন পূরণ হলো না

ঝিনাইদহে ইছামতী নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

ঝিনাইদহ-৪: রাশেদ খানকে অফিস ছেড়ে দিতে হুমকির অভিযোগ

ঝিনাইদহে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে নদীতে, দুজন নিহত

ঝিনাইদহ-৪ আসনে ‘বঙ্গবন্ধু সেনা পরিষদ’ নেতার মনোনয়নপত্র দাখিল

আমাকে তারেক রহমান মনোনীত করে পাঠিয়েছেন: রাশেদ খান

ঝিনাইদহ-১ আসনে সদ্য সাবেক অ্যাটর্নি জেনারেলের মনোনয়নপত্র জমা

ঝিনাইদহ-৪ আসন: রাশেদ খানকে নিয়ে ক্ষুব্ধ বিএনপির নেতা-কর্মীরা

গণঅধিকারের রাশেদকে আসনছাড়, কানে ধরে দলত্যাগ বিএনপি কর্মীর

২৮ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেব: ঝিনাইদহে অ্যাটর্নি জেনারেল