হোম > সারা দেশ > ঝিনাইদহ

অস্ত্র মামলায় উপজেলা জামায়াতের আমিরের ১৭ বছরের কারাদণ্ড

ঝিনাইদহ ও কোটচাঁদপুর প্রতিনিধি

ঝিনাইদহে অস্ত্র আইনের মামলায় জামায়াতের সাবেক উপজেলা আমির ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলামকে ১৭ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে ঝিনাইদহের সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনালের জজ আদালতের বিচারক মো. নাজিমুদ্দৌলা এ রায় দেন। 

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন কোর্টের পিপি ইসমাইল হোসেন। দণ্ডপ্রাপ্ত তাজুল ইসলামের বাড়ি কোটচাঁদপুর উপজেলা শহরের পশ্চিমপাড়ায়। তিনি কোটচাঁদপুর উপজেলা জামায়াতের আমীর ও উপজেলা চেয়ারম্যান ছিলেন। বর্তমানে তিনি ঝিনাইদহ জেলা জামায়াতের শূরা সদস্য বলে জানা গেছে। 

মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ২৬ নভেম্বর সন্ধ্যায় জেলার কোটচাঁদপুর উপজেলা শহরের নিজ বাড়িতে নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করছিলেন তাজুল ইসলাম। সে সময় পুলিশ সেখানে অভিযান চালিয়ে জামায়াতের আমির তাজুল ইসলামকে আটক করলেও অন্য সঙ্গীরা পালিয়ে যায়। 

আটকের পর রাতে স্বীকারোক্তি অনুযায়ী তাঁর বাড়ি থেকে একটি দেশীয় এলজি শাটারগান ও চার রাউন্ড গুলি জব্দ করে পুলিশ। ওই ঘটনায় তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনের দুটি ধারায় কোটচাঁদপুর থানায় পৃথক মামলা করা হয়। 

ওই বছরের ১৬ ডিসেম্বর তদন্ত শেষে পুলিশ মামলার অভিযোগপত্র দাখিল করে। মামলার সাক্ষপ্রমাণ শেষে আদালত তাজুল ইসলামকে দুটি ধারায় পৃথকভাবে ১০ বছর এবং আরও ৭ বছরের সশ্রম কারাদণ্ড দেন।

হাদির মৃত্যু: ঝিনাইদহে আ.লীগের ২ নেতার বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা

ভেকুর সামনে শুয়ে পড়লেন ইটভাটার শ্রমিকেরা, বাধার মুখে ফিরে গেলেন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা

ঝিনাইদহের চার আসন: বিএনপিতে মনোনয়ন পেতে তোড়জোড়, প্রচারে সবাই

চিকিৎসা ব্যয় মেটাতে দ্বারে দ্বারে সাহেব আলী, বাঁচার আকুতি

ঝিনাইদহে বড় ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ ছোট ভাইয়ের বিরুদ্ধে

অবৈধ ট্রাক টার্মিনাল উচ্ছেদ

শিশু হাসপাতাল: বেশির ভাগ মেশিন নষ্ট, সেবাবঞ্চিত নবজাতক

গলায় রশি প্যাঁচানো নছিমনচালকের লাশ উদ্ধার

ঝিনাইদহে প্রতিবেশীর বাড়ি থেকে শিশুর মরদেহ উদ্ধার

ট্রাকের ধাক্কায় পুলিশ সদস্য নিহত