হোম > সারা দেশ > ঝিনাইদহ

ভ্যানচালককে কুপিয়ে ছিনতাই, নয় দিনেও গ্রেপ্তার হয়নি কেউ

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

ঝিনাইদহের কোটচাঁদপুরে ভ্যানচালক শাহজামালকে কুড়াল দিয়ে কুপিয়ে আহত করার ঘটনার নয় দিন পার হলেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি কোটচাঁদপুর পুলিশ। উদ্ধার হয়নি মোবাইল, নগদ টাকা। এদিকে আসামি ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় পুলিশ।

ভ্যান চালক শাহজামালের ভাই আশাদুল ইসলাম বলেন, ‘১৭ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় শাহজামাল সাবদারপুর বাজার থেকে ভ্যানে দুজন যাত্রী তোলেন ভাই। তাঁদের নিয়ে উপজেলার ভোমরাডাঙ্গা গ্রামে যান।

ভোমরাডাঙ্গা গ্রামে নামিয়ে বাড়ি ফেরার পথে ছিনতাইকারী চক্রের কবলে পড়েন। তাঁরা টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় ছিনাকারীদের সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায় কুড়াল দিয়ে কোপ দিয়ে নগদ ২ হাজার টাকা ও মোবাইল ছিনিয়ে নেন। তাঁকে উদ্ধারের পর প্রথমে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে, যশোর সদর হাসপাতাল থেকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে ভ্যান চালক ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। ১৮ জানুয়ারি একজনের নাম উল্লেখ করে কোটচাঁদপুর থানায় মামলা করা হয়।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ও থানার উপপরিদর্শক (এসআই) আমির হোসেন বলেন, আসামি ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

ঝিনাইদহ-৪ আসনে ‘বঙ্গবন্ধু সেনা পরিষদ’ নেতার মনোনয়নপত্র দাখিল

আমাকে তারেক রহমান মনোনীত করে পাঠিয়েছেন: রাশেদ খান

ঝিনাইদহ-১ আসনে সদ্য সাবেক অ্যাটর্নি জেনারেলের মনোনয়নপত্র জমা

ঝিনাইদহ-৪ আসন: রাশেদ খানকে নিয়ে ক্ষুব্ধ বিএনপির নেতা-কর্মীরা

গণঅধিকারের রাশেদকে আসনছাড়, কানে ধরে দলত্যাগ বিএনপি কর্মীর

২৮ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেব: ঝিনাইদহে অ্যাটর্নি জেনারেল

ভোট চুরির এমপি হতে চাই না: অ্যাটর্নি জেনারেল

ঝিনাইদহে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আরোহী নিহত, বন্ধু আহত

হাদির মৃত্যু: ঝিনাইদহে আ.লীগের ২ নেতার বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা

ভেকুর সামনে শুয়ে পড়লেন ইটভাটার শ্রমিকেরা, বাধার মুখে ফিরে গেলেন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা