হোম > সারা দেশ > ঝিনাইদহ

নবজাতক হত্যা: ‘মুনতাহাকে ডোবায় ছুড়ে ফেলে ঘরে শুয়ে থাকে’ তার মা

ঝিনাইদহ প্রতিনিধি

তানজিলা খাতুন। ছবি: সংগৃহীত

ঝিনাইদহ সদরে ২১ দিনের শিশু মুনতাহা হত্যায় স্ত্রী তানজিলা খাতুনের বিরুদ্ধে মামলা করেছেন মিল্টন হোসেন। আজ রোববার ঝিনাইদহ সদর থানায় তিনি মামলা করেন। মিল্টন হোসেনের দাবি, তানজিলা তাঁদের সন্তান মুনতাহাকে ডোবায় ছুড়ে ফেলেছেন বলে তাঁর কাছে স্বীকার করেছেন।

গতকাল শনিবার বেলা ৩টার দিকে ঝিনাইদহ সদরের নরহরিদ্রা গ্রামের একটি ডোবায় মুনতাহার লাশ উদ্ধার করা হয়। মুনতাহা ঝিনাইদহ সদরের নরহরিদ্রা গ্রামের মিল্টন বিশ্বাসের মেয়ে। মিল্টন বিশ্বাস গাজীপুরে একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন।

মামলার এজাহারে মিল্টন হোসেন জানান, গতকাল গাজীপুর থেকে তিনি স্ত্রীর ফোনে কল করে মুনতাহা কী করছে জানতে চান। তখন তাঁর স্ত্রী তানজিলা জানান, মুনতাহা তাঁর পাশে শুয়ে আছে। এর কিছুক্ষণ পর বাড়ির এক প্রতিবেশী মো. সোহেল ফোন দিয়ে জানান যে, তাঁর মেয়েকে জিনে আসর করে আমার বাড়ির পাশে ডোবায় ফেলে মেরে ফেলেছে। এ খবর শুনে তিনি রাতেই বাড়িতে যান। পরে তিনি পরিবারের লোকজন ও প্রতিবেশীদের কাছে জিজ্ঞাসা করে জানতে পারেন, ঘটনার দিন তাঁর মা নাসরিন বেগম মুনতাহাকে গোসল করানোর জন্য তাঁর স্ত্রীর কক্ষে গিয়ে দেখতে পান, তানজিলা একা শুয়ে আছেন। মুনতাহা সেখানে নেই। তখন তানজিলা জানান, ননদ জ্বীম মনুতাহাকে নিয়ে গেছেন। পরে তাঁর মা দেখতে পান, জ্বীম গ্রামের শরীফুলের মরিচখেতে মরিচ তুলছেন। তখন জ্বীমের কাছে মুনতাহা কোথায় আছে জানতে চাইলে জ্বীম জানান, সে সকাল থেকে এখানে মরিচ তুলছে। তখন তাঁর মা দ্রুত বাড়িতে ফিরে এসে আশপাশের লোকজনসহ মুনতাহাকে খোঁজাখুঁজি করতে থাকেন। খোঁজাখুঁজির একপর্যায়ে তাঁর ছোট ভাই নয়ন হোসেন বাড়ির পাশে ডোবায় মুনতাহাকে পড়ে থাকতে দেখতে পান। পরে থানা-পুলিশে খবর দিলে পুলিশ বাড়িতে গিয়ে মুনতাহার লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যায়।

মিল্টন হোসেন জানান, তানজিলার (শিশুর মা) কাছে মুনতাহার মৃত্যুর কারণ জানতে চাইলে তিনি জানান, জিনেরা মুনতাহাকে নিয়ে ডোবায় ফেলে মেরে ফেলেছে। স্ত্রীর কথাবার্তা তাঁর কাছে এলোমেলো মনে হয়। এরপর আজ সকালে আবারও জিজ্ঞাসাবাদ করলে তাঁর স্ত্রী জানান, তিনি মুনতাহাকে বাড়ির উঠান থেকে ডোবায় ছুড়ে ফেলে রেখে ঘরে গিয়ে শুয়ে থাকেন।

এ বিষয়ে জানতে চাইলে আজকের পত্রিকাকে মো. মিল্টন হোসেনকে বলেন, ‘মেয়ের মৃত্যুর খবর পেয়ে আমি বাড়িতে আসি। আমার স্ত্রী আজ সকালে জানায়, মুনতাহাকে কলপাড় থেকে ডোবায় ছুড়ে ফেলে সে ঘরে গিয়ে শুয়ে থাকে।’

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ্ আল মামুন বলেন, শিশু মুনতাহার বাবা বাদী হয়ে শিশুটির মা তানজিলা খাতুনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা করেছেন। মামলার আসামি তানজিলা খাতুনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

গণঅধিকারের রাশেদকে আসনছাড়, কানে ধরে দলত্যাগ বিএনপি কর্মীর

২৮ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেব: ঝিনাইদহে অ্যাটর্নি জেনারেল

ভোট চুরির এমপি হতে চাই না: অ্যাটর্নি জেনারেল

ঝিনাইদহে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আরোহী নিহত, বন্ধু আহত

হাদির মৃত্যু: ঝিনাইদহে আ.লীগের ২ নেতার বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা

ভেকুর সামনে শুয়ে পড়লেন ইটভাটার শ্রমিকেরা, বাধার মুখে ফিরে গেলেন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা

ঝিনাইদহের চার আসন: বিএনপিতে মনোনয়ন পেতে তোড়জোড়, প্রচারে সবাই

চিকিৎসা ব্যয় মেটাতে দ্বারে দ্বারে সাহেব আলী, বাঁচার আকুতি

ঝিনাইদহে বড় ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ ছোট ভাইয়ের বিরুদ্ধে

অবৈধ ট্রাক টার্মিনাল উচ্ছেদ