হোম > সারা দেশ > ঝিনাইদহ

নাম পাল্টে হোটেলে পালিয়ে ছিলেন ধর্ষণ মামলার আসামি

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি 

রুস্তম আলী কালা। ছবি: সংগৃহীত

গ্রেপ্তার এড়াতে নাম বদল করে ঝিনাইদহের কোটচাঁদপুরে আবাসিক হোটেলে পালিয়ে ছিলেন ধর্ষণ মামলার আসামি রুস্তম আলী কালা (৩৪)। তবে শেষ রক্ষা হয়নি তাঁর। গতকাল সোমবার রাতে তাঁকে আটক করে থানা-পুলিশ।

জানা যায়, গত রোববার রাতে কোটচাঁদপুরে এক কিশোরীর (১৪) ঘরে ঢুকে তাকে ছুরির ভয় দেখিয়ে ধর্ষণ করেন রুস্তম। এ সময় প্রতিবেশীরা ছুটে এলে পালিয়ে যান রুস্তম। বিষয়টি নিয়ে গতকাল ওই কিশোরীর ভাই বাদী হয়ে থানায় মামলা করেন। এরপর রুস্তম ওই দিন রাতে কোটচাঁদপুরের একটি আবাসিক হোটেলে আকাশ নাম দিয়ে কক্ষ ভাড়া নিয়ে পালিয়ে ছিলেন।

গোপন সংবাদে ওই হোটেলে অভিযান চালান মামলার তদন্তকারী কর্মকর্তা ও থানার উপপরিদর্শক (এসআই) অপু বিশ্বাস।

এসআই বলেন, ‘মামলা করার পর থেকে তাঁকে ধরতে বেশ কয়েক জায়গায় অভিযান চালানো হয়। তবে সব জায়গা থেকে পালিয়ে যান। এরপর জানতে পারি, রাতে নাম বদল করে আকাশ নামে কোটচাঁদপুরের আবাসিক হোটেলের একটি কক্ষ ভাড়া নিয়ে কালা পালিয়ে রয়েছেন। এরপর ওই আবাসিকে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য ঝিনাইদহে পাঠানো হয়েছে।’

গলায় রশি পেঁচানো নছিমনচালকের লাশ উদ্ধার

ঝিনাইদহে প্রতিবেশীর বাড়ি থেকে শিশুর মরদেহ উদ্ধার

ট্রাকের ধাক্কায় পুলিশ সদস্য নিহত

ঝিনাইদহে ছুরিকাঘাতে যুবদল কর্মীর মৃত্যু

ঝিনাইদহে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ—বাড়ি ভাঙচুর, আহত ১০

চুরির অভিযোগ, সালিস বৈঠকে যুবককে ২০ ফুট মাটিতে নাকে খত

পুলিশের গাড়িতেই বিএনপি কর্মীদের কোপাল প্রতিপক্ষের লোকজন

বিয়েতে দাওয়াত না পাওয়ায় দুপক্ষের সংঘর্ষ, আহত ৫

সনদ জালিয়াতির মামলায় স্কুলশিক্ষকের ৭ বছরের কারাদণ্ড

কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু