হোম > সারা দেশ > ঝিনাইদহ

মহেশপুরে ম্যাস হিস্টিরিয়া রোগে আক্রান্ত ছয় স্কুলছাত্রী, হাসপাতালে ভর্তি ৫ জন

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর উপজেলার আলমপুর মাধ্যমিক বিদ্যালয়ে ম্যাস হিস্টিরিয়া রোগে আক্রান্ত হয়েছে সপ্তম শ্রেণির ছয় শিক্ষার্থী। তাদের মধ্যে পাঁচজন পার্শ্ববর্তী কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। 

বিষয়টি নিশ্চিত করেছেন কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শিরিন সুলতানা। তিনি বলেন, ‘ছয় শিক্ষার্থী আক্রান্ত হওয়া রোগকে বলে ম্যাস হিস্টিরিয়া। এতে তাদের তেমন কোনো সমস্যা নাই। চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।’ 

হাসপাতালে ভর্তি আলমপুর মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা হলো সাদিয়া আক্তার, তানিয়া খাতুন, সুরাইয়া খাতুন, রেক্সনা খাতুন ও মেহেরীন খাতুন। এ ছাড়া প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে মিম খাতুন। 

জানা গেছে, প্রতিদিনের মতো আজ রোববার সকালে বিদ্যালয়ের অ্যাসেম্বলি শুরু হয়। এর কিছুক্ষণ পর সপ্তম শ্রেণির শিক্ষার্থী সাদিয়া আক্তার অচেতন হয়ে পড়ে। এরপর ওই শ্রেণির শিক্ষার্থীরা কক্ষে ঢোকে। এ সময় একে একে আরও পাঁচজন অসুস্থ হয়ে পড়ে। পরে তাদেরকে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। 

বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর অভিভাবক মাকসুদা বেগম ও সাইদার খাতুন বলেন, ‘ওই ঘটনা ঘটার পর বিদ্যালয় থেকে আমাদের কিছু বলা হয়নি। এরপর হাসপাতালে নিয়ে এসে ভর্তি করানোর পর কোনো শিক্ষককে এখনো এখানে দেখা যায়নি।’ 

আলমপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হক বলেন, ‘অ্যাসেম্বলিতে দাঁড়ানোর পর সপ্তম শ্রেণির এক ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। এরপর কক্ষে ঢোকার পর একই শ্রেণির ছয়জন অসুস্থ হয়। তাদেরকে প্রথমে মাথায় পানি দেওয়া ও বিস্কুট খাওয়ানো হয়। এরপর তাদেরকে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।’

‘বিএনপি ক্ষমতায় না এলে ভাত খাব না’ বলা নিজামের স্বপ্ন পূরণ হলো না

ঝিনাইদহে ইছামতী নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

ঝিনাইদহ-৪: রাশেদ খানকে অফিস ছেড়ে দিতে হুমকির অভিযোগ

ঝিনাইদহে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে নদীতে, দুজন নিহত

ঝিনাইদহ-৪ আসনে ‘বঙ্গবন্ধু সেনা পরিষদ’ নেতার মনোনয়নপত্র দাখিল

আমাকে তারেক রহমান মনোনীত করে পাঠিয়েছেন: রাশেদ খান

ঝিনাইদহ-১ আসনে সদ্য সাবেক অ্যাটর্নি জেনারেলের মনোনয়নপত্র জমা

ঝিনাইদহ-৪ আসন: রাশেদ খানকে নিয়ে ক্ষুব্ধ বিএনপির নেতা-কর্মীরা

গণঅধিকারের রাশেদকে আসনছাড়, কানে ধরে দলত্যাগ বিএনপি কর্মীর

২৮ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেব: ঝিনাইদহে অ্যাটর্নি জেনারেল