হোম > সারা দেশ > ঝিনাইদহ

ঝিনাইদহে ট্রাকের পেছনে মিনি ট্রাকের ধাক্কা, নিহত ২

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের সাধুহাটি মোড়ে ট্রাকের পেছনে মিনি ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হন আরও একজন। আজ মঙ্গলবার ভোর পৌনে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঝিনাইদহের আরাপপুর হাইওয়ে থানার পুলিশ সার্জেন্ট ফয়সাল আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

নিহতরা হলেন ফরিদপুর জেলার সালথা উপজেলার বড় কাউনিয়া গ্রামের বাসিন্দা আনিছুর রহমান (৬৫) এবং একই উপজেলার ভাওয়াল গ্রামের ফারুখ মাতুব্বর (৪৫)। দুর্ঘটনায় আহত ভাওয়াল গ্রামের মতিয়ার রহমানকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

পুলিশ সূত্রে জানা যায়, সকালে মিনি ট্রাকে চেপে ফরিদপুর থেকে ঝিনাইদহ হয়ে মেহেরপুর যাচ্ছিলেন চালকসহ চার ব্যক্তি। ফরিদপুর জেলার শাওতাল এলাকা থেকে কলা কিনতে মেহেরপুর যাচ্ছিলেন তাঁরা। ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের সাধুহাটি নামক স্থানে পৌঁছালে স্পিডব্রেকার অতিক্রম করে সামনের দিকে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন এবং একজন আহত হন। তবে মিনি ট্রাকের চালক পালিয়ে গেছেন।

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের পরিদর্শক তানভীর হাসান বলেন, ‘আহত ব্যক্তিকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।’

আরাপপুর হাইওয়ে থানার সার্জেন্ট ফয়সাল আহমেদ বলেন, ‘লাশগুলো ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে রাখা রয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

‘বিএনপি ক্ষমতায় না এলে ভাত খাব না’ বলা নিজামের স্বপ্ন পূরণ হলো না

ঝিনাইদহে ইছামতী নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

ঝিনাইদহ-৪: রাশেদ খানকে অফিস ছেড়ে দিতে হুমকির অভিযোগ

ঝিনাইদহে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে নদীতে, দুজন নিহত

ঝিনাইদহ-৪ আসনে ‘বঙ্গবন্ধু সেনা পরিষদ’ নেতার মনোনয়নপত্র দাখিল

আমাকে তারেক রহমান মনোনীত করে পাঠিয়েছেন: রাশেদ খান

ঝিনাইদহ-১ আসনে সদ্য সাবেক অ্যাটর্নি জেনারেলের মনোনয়নপত্র জমা

ঝিনাইদহ-৪ আসন: রাশেদ খানকে নিয়ে ক্ষুব্ধ বিএনপির নেতা-কর্মীরা

গণঅধিকারের রাশেদকে আসনছাড়, কানে ধরে দলত্যাগ বিএনপি কর্মীর

২৮ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেব: ঝিনাইদহে অ্যাটর্নি জেনারেল