হোম > সারা দেশ > ঝিনাইদহ

শৈশবে মা-বাবার বিচ্ছেদ, কৈশোরে ঝুলন্ত লাশ

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

সাকিব মণ্ডলের বয়স ১৭ বছর। শৈশবে মা-বাবার বিচ্ছেদ হওয়ায় ১২ বছরই কাটিয়েছে নানাবাড়িতে। গতকাল বৃহস্পতিবার তার ঝুলন্ত লাশ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার মানিকদিহি গ্রামে। কোটচাঁদপুর থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান জানিয়েছেন, ‘ছেলেটি মনঃকষ্টের কারণে আত্মহত্যা করতে পারে।’

সাকিবের বাবা আলামিন মণ্ডল বলেন, ‘সাকিব হোসেন আমার প্রথম পক্ষের স্ত্রীর ছেলে। গেল ১০-১২ বছর হলো ওই স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছে আমার। ছেলে প্রায় সময় মানিকদিহি গ্রামে নানাবাড়িতে থাকত। মাঝেমধ্যে আমার কাছে আসত, আবার মায়ের কাছেও থাকত। গেল ঈদেও আমার কাছ থেকে খরচের টাকা নিয়েছে। সে গ্যারেজে মিস্ত্রির কাজ করত। কোনো সমস্যা ছিল না, হঠাৎ কেন গলায় ফাঁস নিল বুঝতে পারছি না।’

প্রতিবেশীরা জানান, মা-বাবার বিচ্ছেদ হয়েছে ১২ বছর আগে। সে দীর্ঘদিন ধরে অনেকটা অবহেলা আর কষ্টে বড় হয়েছে। তবে কেন গলায় ফাঁস দিয়েছে, সে বিষয়ে কোনো সদুত্তর নাই তাঁদের কাছে।

এ ব্যাপারে কোটচাঁদপুর থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান বলেন, ওই ছেলে মামার বাড়ি মানিকদিহি গ্রামে থাকত। গতকাল বৃহস্পতিবার রাতে সাকিব তার শোয়ার ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেয়। বেশ আগে তাঁর মা-বাবার বিচ্ছেদ হয়েছে। বর্তমানে সে তার মামার বাড়ি থাকত। অনেকটা মনঃকষ্টে গলায় ফাঁস দিয়েছে বলে জানা গেছে।

এসআই আরও বলেন, তাঁর গলায় একটা দাগ আছে। এ ছাড়া শরীরের আর কোথাও কোনো চিহ্ন নাই। সাকিবের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

‘বিএনপি ক্ষমতায় না এলে ভাত খাব না’ বলা নিজামের স্বপ্ন পূরণ হলো না

ঝিনাইদহে ইছামতী নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

ঝিনাইদহ-৪: রাশেদ খানকে অফিস ছেড়ে দিতে হুমকির অভিযোগ

ঝিনাইদহে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে নদীতে, দুজন নিহত

ঝিনাইদহ-৪ আসনে ‘বঙ্গবন্ধু সেনা পরিষদ’ নেতার মনোনয়নপত্র দাখিল

আমাকে তারেক রহমান মনোনীত করে পাঠিয়েছেন: রাশেদ খান

ঝিনাইদহ-১ আসনে সদ্য সাবেক অ্যাটর্নি জেনারেলের মনোনয়নপত্র জমা

ঝিনাইদহ-৪ আসন: রাশেদ খানকে নিয়ে ক্ষুব্ধ বিএনপির নেতা-কর্মীরা

গণঅধিকারের রাশেদকে আসনছাড়, কানে ধরে দলত্যাগ বিএনপি কর্মীর

২৮ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেব: ঝিনাইদহে অ্যাটর্নি জেনারেল