হোম > সারা দেশ > ঝিনাইদহ

সন্তান প্রসবের দুই ঘণ্টা পরই পরীক্ষা কেন্দ্রে, ফিরলেন সাদা খাতা দিয়ে

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

২ ঘণ্টার সন্তানকে হাসপাতালে রেখে পরীক্ষা দিতে গেলেন মা। বিশেষ সুবিধা পেয়ে ও পরীক্ষা না দিয়েই ফিরলেন মা তিন্নি শর্মা। আজ রোববার (১৩ নভেম্বর) ঝিনাইদহের কোটচাঁদপুরের কে এম এইচ ডিগ্রি কলেজে এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কোটচাঁদপুরের বলুহর প্রামানিক পাড়ার তপন শর্মার মেয়ে তিন্নি শর্মা। তিন্নি ছিলেন ২০২২ সালের এইচএসসি পরীক্ষার পরীক্ষার্থী। অন্যদিকে তিনি ছিলেন সন্তান সম্ভবা। এর আগে তিন্নি তিনটি পরীক্ষায় অংশ গ্রহণ করেন। যার মধ্যে ছিল বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র। আজ রোববার ছিল ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা। পরীক্ষার প্রস্তুতিও ছিল তার। 

গতকাল শনিবার (১২ নভেম্বর) রাতে প্রসব বেদন ওঠে তিন্নির। ওই রাতেই ভর্তি হন কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে। সারা রাত প্রসব বেদনায় ছটফট করে সকালে শিশু কন্যা প্রসব করেন। এরপরও ভোলেননি পরীক্ষার কথা। দুই ঘণ্টার বাচ্চাকে রেখে রোববার সকালে ছুটে যান পরীক্ষা দিতে।

বিষয়টি কলেজের ব্যবস্থাপনা কমিটিকে জানালে বিশেষ ব্যবস্থায় পরীক্ষা দেওয়ার ব্যবস্থাও করে কর্তৃপক্ষ। কিন্তু পরীক্ষা দিতে না পেরে খালি খাতা জমা দেন বলে জানান তিন্নি। 

তিন্নি বলেন, ‘পরীক্ষার প্রস্তুতি ছিল আমার। পরীক্ষা শুরুর দুই ঘণ্টা আগে মেয়ে সন্তান হয় আমার। এরপরও পূর্ণ মনোবল নিয়ে পরীক্ষা দিতে ছুটে যাই কেন্দ্রে। তবে প্রশ্নপত্র দেখার পর মনোবল হারিয়ে খালি খাতা জমা দিতে হয়েছে আমার।’

এ বিষয়ে কোটচাঁদপুর খন্দকার মোশাররফ হোসেন ডিগ্রি কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রভাষক রিপন হোসেন বলেন, ‘ঘটনাটি জানার পর কলেজের ব্যবস্থাপনা কমিটিকে জানালে তারা আলাদা ঘরে দিয়ে বিশেষ ব্যবস্থায় পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করেন। এরপর অন্য রুমে আমার ডিউটি থাকায় আমি চলে যাই। এরপর কী হয়েছে আমার জানা নাই।’ 

আচরণবিধি ভঙ্গ করায় কৃষক দল নেতাকে জরিমানা

‘বিএনপি ক্ষমতায় না এলে ভাত খাব না’ বলা নিজামের স্বপ্ন পূরণ হলো না

ঝিনাইদহে ইছামতী নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

ঝিনাইদহ-৪: রাশেদ খানকে অফিস ছেড়ে দিতে হুমকির অভিযোগ

ঝিনাইদহে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে নদীতে, দুজন নিহত

ঝিনাইদহ-৪ আসনে ‘বঙ্গবন্ধু সেনা পরিষদ’ নেতার মনোনয়নপত্র দাখিল

আমাকে তারেক রহমান মনোনীত করে পাঠিয়েছেন: রাশেদ খান

ঝিনাইদহ-১ আসনে সদ্য সাবেক অ্যাটর্নি জেনারেলের মনোনয়নপত্র জমা

ঝিনাইদহ-৪ আসন: রাশেদ খানকে নিয়ে ক্ষুব্ধ বিএনপির নেতা-কর্মীরা

গণঅধিকারের রাশেদকে আসনছাড়, কানে ধরে দলত্যাগ বিএনপি কর্মীর