অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশ থেকে ভারতে এবং ভারত থেকে বাংলাদেশে আসার সময় গত চার দিনে ৪২ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভারতীয় সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে ৫৮ বিজিবির সদস্যরা।
আটকদের মধ্যে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার পথে ২৩ জন এবং ভারত থেকে আসার পথে ১৯ জন পুরুষ এবং নারী আটক হয়। এদের মধ্যে দুজন দালালও রয়েছেন।
৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান বলেন, চলতি মাসের ২০ তারিখ থেকে ২৩ তারিখ পর্যন্ত মহেশপুর উপজেলার ভারতীয় সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪২ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার পথে ২৩ জন এবং ভারত থেকে আসার পথে ১৯ জন। এ সময় অনুপ্রবেশকারী সহযোগিতা করার অপরাধে দুজন দালালকে আটক করে বিজিবি।
নজরুল ইসলাম খান বলেন, বর্তমানে সীমান্ত দিয়ে অবৈধ পারাপারের চাপ বেড়েছে। তবে আমরা কড়া নজর রেখেছি। আটক ব্যক্তিদের বিরুদ্ধে পাসপোর্ট অধ্যাদেশ আইনে মামলা করে মহেশপুর থানা–পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।