হোম > সারা দেশ > ঝিনাইদহ

কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় বাবা-ছেলে নিহত

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলে নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ঝিনাইদহ মহাসড়কের গজনবীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন শাজাহান বিশ্বাস (৬২) ও তাঁর ছেলে শামিম বিশ্বাস (২৮)। শাজাহান সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের ভূমি অফিসের অফিস সহকারী ও ছেলে শামিম কাতার প্রবাসী। তাঁরা ওই ইউনিয়নের মাধপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ ও নিহতের স্বজনেরা জানান, রাতে বাবা-ছেলে মোটোরসাইকেলে কুষ্টিয়ার কুমারগাড়া থেকে নিজ বাড়ি মাধপুরে যাচ্ছিলেন। পথে গজনবীপুর এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক তাঁদের ধাক্কা দেয়। এ সময় তাঁরা রাস্তার ওপর পড়ে গেলে আরেকটি ট্রাক এসে বাবা-ছেলেকে চাপা দেয়। এতে ঘটস্থলেই তাঁদের দুজনের মৃত্যু হয়।

কুষ্টিয়া হাইওয়ে থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবব্রত রায় জানান, বাবা-ছেলের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গাড়ি দুটির চালকেরা পালিয়ে যাওয়ায় তাঁদের আটক করা সম্ভব হয়নি। তবে আটকের চেষ্টা চলছে।

‘বিএনপি ক্ষমতায় না এলে ভাত খাব না’ বলা নিজামের স্বপ্ন পূরণ হলো না

ঝিনাইদহে ইছামতী নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

ঝিনাইদহ-৪: রাশেদ খানকে অফিস ছেড়ে দিতে হুমকির অভিযোগ

ঝিনাইদহে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে নদীতে, দুজন নিহত

ঝিনাইদহ-৪ আসনে ‘বঙ্গবন্ধু সেনা পরিষদ’ নেতার মনোনয়নপত্র দাখিল

আমাকে তারেক রহমান মনোনীত করে পাঠিয়েছেন: রাশেদ খান

ঝিনাইদহ-১ আসনে সদ্য সাবেক অ্যাটর্নি জেনারেলের মনোনয়নপত্র জমা

ঝিনাইদহ-৪ আসন: রাশেদ খানকে নিয়ে ক্ষুব্ধ বিএনপির নেতা-কর্মীরা

গণঅধিকারের রাশেদকে আসনছাড়, কানে ধরে দলত্যাগ বিএনপি কর্মীর

২৮ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেব: ঝিনাইদহে অ্যাটর্নি জেনারেল