হোম > সারা দেশ > ঝিনাইদহ

ঝিনাইদহে শেখ মুজিবের ২ ম্যুরাল ভেঙে আগুন দিল ছাত্র-জনতা

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে শেখ মুজিবের ম্যুরাল ভেঙে আগুন দিল ছাত্র-জনতা। ছবি: সংগৃহীত

ঝিনাইদহে শেখ মুজিবুর রহমানের দুটি ম্যুরাল ভাঙচুরের পর তাতে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। গতকাল বৃহস্পতিবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমির সামনে এবং গত বুধবার মধ্যরাতে শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় ম্যুরাল দুটি ভাঙচুরের পর আগুন দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ৫ আগস্টের পর জেলা শিল্পকলা একাডেমির সামনে শেখ মুজিবুর রহমানের একটি ম্যুরাল পলিথিন দিয়ে কে বা কারা ঢেকে দেয়। বৈষম্যবিরোধী আন্দোলনে সক্রিয় ছাত্র-জনতা গতকাল বৃহস্পতিবার বিকেলে শহরের শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে শেখ মুজিবের সেই ম্যুরাল বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়।

এর আগে গত বুধবার রাতে শহরের পায়রা চত্বর এলাকায় জড়ো হয় ছাত্র-জনতা। তারা মিছিল নিয়ে চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেয়।

ঝিনাইদহে শেখ মুজিবের ম্যুরাল ভেঙে আগুন দিল ছাত্র-জনতা। ছবি: সংগৃহীত

এ বিষয়ে জানতে ঝিনাইদহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু হুরাইরাকে ফোন করা হলে তিনি কেটে দেন।

এ বিষয়ে জানতে চাইলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন আজকের পত্রিকাকে বলেন, শহরের পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করে যাচ্ছে।

ঝিনাইদহের চার আসন: বিএনপিতে মনোনয়ন পেতে তোড়জোড়, প্রচারে সবাই

চিকিৎসা ব্যয় মেটাতে দ্বারে দ্বারে সাহেব আলী, বাঁচার আকুতি

ঝিনাইদহে বড় ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ ছোট ভাইয়ের বিরুদ্ধে

অবৈধ ট্রাক টার্মিনাল উচ্ছেদ

শিশু হাসপাতাল: বেশির ভাগ মেশিন নষ্ট, সেবাবঞ্চিত নবজাতক

গলায় রশি প্যাঁচানো নছিমনচালকের লাশ উদ্ধার

ঝিনাইদহে প্রতিবেশীর বাড়ি থেকে শিশুর মরদেহ উদ্ধার

ট্রাকের ধাক্কায় পুলিশ সদস্য নিহত

ঝিনাইদহে ছুরিকাঘাতে যুবদল কর্মীর মৃত্যু

ঝিনাইদহে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ—বাড়ি ভাঙচুর, আহত ১০