হোম > সারা দেশ > ঝিনাইদহ

পিকআপের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল তরুণের

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

ঝিনাইদহের কোটচাঁদপুরে পিকআপের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় রিফাত হোসেন (১৮) নামের এক তরুণ নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে কোটচাঁদপুর বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত রিফাত এড়ান্দা গ্রামের মহিদুল ইসলাম ওরফে টেংরার ছেলে। রিফাত টাইলস মিস্ত্রির কাজ করেন। 

রিফাত বন্ধু সাব্বির হোসেন বলেন, রিফাত মোটরসাইকেল নিয়ে বের হয়। এর কিছুক্ষণ পর জানতে পারি সে মোটরসাইকেল দুর্ঘটনায় পড়েছেন। পরে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তাঁকে যশোর সদর হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। 

সাব্বির হোসেন আরও বলেন, রিফাতের মোটরসাইকেল ওষুধের পিকআপ ভ্যানের সঙ্গে ধাক্কা দেয়। পিকআপ ভ্যানটিকে পুলিশ জব্দ করে থানায় নিয়ে গেছে। ঘটনার পর ওই পিকআপের চালক পালিয়ে গেছে।

স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রমিজ উদ্দিন তপু বলেন, ওই তরুণের গুরুতর ছিল। দ্রুত প্রাথমিক চিকিৎসা শেষে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়। 

কোটচাঁদপুর থানার উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ বলেন, পিকআপটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। তবে মোটরসাইকেলটি তারা নিয়ে গেছে। এ ঘটনায় থানায় এখনো মামলা হয়নি। তবে আইগত ব্যবস্থা নেওয়া হবে।

‘বিএনপি ক্ষমতায় না এলে ভাত খাব না’ বলা নিজামের স্বপ্ন পূরণ হলো না

ঝিনাইদহে ইছামতী নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

ঝিনাইদহ-৪: রাশেদ খানকে অফিস ছেড়ে দিতে হুমকির অভিযোগ

ঝিনাইদহে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে নদীতে, দুজন নিহত

ঝিনাইদহ-৪ আসনে ‘বঙ্গবন্ধু সেনা পরিষদ’ নেতার মনোনয়নপত্র দাখিল

আমাকে তারেক রহমান মনোনীত করে পাঠিয়েছেন: রাশেদ খান

ঝিনাইদহ-১ আসনে সদ্য সাবেক অ্যাটর্নি জেনারেলের মনোনয়নপত্র জমা

ঝিনাইদহ-৪ আসন: রাশেদ খানকে নিয়ে ক্ষুব্ধ বিএনপির নেতা-কর্মীরা

গণঅধিকারের রাশেদকে আসনছাড়, কানে ধরে দলত্যাগ বিএনপি কর্মীর

২৮ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেব: ঝিনাইদহে অ্যাটর্নি জেনারেল