হোম > সারা দেশ > ঝিনাইদহ

ক্ষুব্ধ জনতাকে গুলির ভয় দেখানো কোটচাঁদপুরের এএসআই প্রত্যাহার

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি 

ঝিনাইদহের কোটচাঁদপুরের লক্ষ্মীপুর পুলিশ ফাঁড়ি থেকে প্রত্যাহার হওয়া এএসআই লুৎফর রহমান। ছবি: সংগৃহীত

ঝিনাইদহের কোটচাঁদপুরে লক্ষ্মীপুর পুলিশ ফাঁড়ি থেকে এবার প্রত্যাহার হলেন সহকারী উপপরিদর্শক (এএসআই) লুৎফর রহমান। গতকাল বুধবার তাঁকে ঝিনাইদহ পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি ওসি কবির হোসেন মাতুব্বর।

পুলিশের একটি সূত্র জানায়, কোটচাঁদপুরের পাঁচলিয়া গ্রামের হাফিজুর রহমান (উজ্জ্বল) একই গ্রামের সোলাইমান হোসেনের নামে মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ করেন। গত সোমবার সেই অভিযোগ তদন্তে সোলাইমান হোসেনের বাড়িতে যান এএসআই লুৎফর রহমান ও পুলিশ সদস্য সবুজ হোসেন। তখন এলাকাবাসীর তোপের মুখে পড়েন পুলিশের ওই দুই সদস্য। সে সময় পরিস্থিতি মোকাবিলায় এএসআই পিস্তল উঁচিয়ে গুলি করতে যান উত্তেজিত লোকজনকে। পরে ওই ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় এএসআই লুৎফর রহমানকে ঝিনাইদহ পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। তবে পুলিশ সদস্য সবুজ হোসেনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

এ বিষয়ে এএসআই লুৎফর রহমান বলেন, ‘স্থানীয় জনতা উত্তেজিত হয়ে আমাদের ওপর চড়াও হয়। আমি তখন পিস্তল দেখিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এর বাইরে আর কিছু না। সেই ঘটনা রং লাগিয়ে আমার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হয়েছে, সেটা ঠিক না।’

এর আগে লক্ষ্মীপুর পুলিশ ফাঁড়ি থেকে প্রত্যাহার হন পুলিশের আরেক এএসআই শামসুল ইসলাম। তিনি পাঁচলিয়া গ্রামের একটি চুরির ঘটনায় সালাম নামের এক যুবককে ধরে এনে মারপিট করেন। এরপর টাকা নিয়ে যুবককে ছেড়ে দেওয়া হয়—এমন অভিযোগ ওঠে ওই কর্মকর্তার বিরুদ্ধে।

গলায় রশি পেঁচানো নছিমনচালকের লাশ উদ্ধার

ঝিনাইদহে প্রতিবেশীর বাড়ি থেকে শিশুর মরদেহ উদ্ধার

ট্রাকের ধাক্কায় পুলিশ সদস্য নিহত

ঝিনাইদহে ছুরিকাঘাতে যুবদল কর্মীর মৃত্যু

ঝিনাইদহে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ—বাড়ি ভাঙচুর, আহত ১০

চুরির অভিযোগ, সালিস বৈঠকে যুবককে ২০ ফুট মাটিতে নাকে খত

পুলিশের গাড়িতেই বিএনপি কর্মীদের কোপাল প্রতিপক্ষের লোকজন

বিয়েতে দাওয়াত না পাওয়ায় দুপক্ষের সংঘর্ষ, আহত ৫

সনদ জালিয়াতির মামলায় স্কুলশিক্ষকের ৭ বছরের কারাদণ্ড

কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু