হোম > সারা দেশ > ঝিনাইদহ

কোটচাঁদপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত, আহত ২

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

ঝিনাইদহের কোটচাঁদপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আশাদুল ইসলাম (৫০) নামের একজন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার উপজেলার কাগমারী বাঁওড়ের অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় আনিসুর রহমান বলেন, কোটচাঁদপুরের কাগমারী পশ্চিমপাড়ার বাসিন্দা আশাদুল ইসলাম ও রবজেল মণ্ডল গতকাল দুপুরে বাড়ি থেকে কোটচাঁদপুরে যাচ্ছিলেন। এ সময় আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে গুরুতর আহত দুই মোটরসাইকেলের তিনজনকেই হাসপাতালে পাঠানো হয়। যশোর হাসপাতালে নেওয়ার পর আশাদুলকে মৃত ঘোষণা করা হয়।

এ বিষয়ে স্থানীয় বলুহর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনায় আশাদুল ইসলাম নামের একজন মারা গেছেন বলে শুনেছি। আরও দুজন হাসপাতালে ভর্তি রয়েছেন। জানাজায় যেতে চেয়েছিলাম। তবে জানতে পারলাম, এখানে জানাজা শেষে দাফনের জন্য লাশ তাঁর গ্রামে নিয়ে গেছে।’

এ ব্যাপারে কোটচাঁদপুর থানার কর্তব্যরত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) শারমিন আক্তার বলেন, ‘বিষয়টি নিয়ে গতকাল কেউ কোনো অভিযোগ করেছেন কি না, আমার জানা নেই। তবে আজ কেউ কোনো অভিযোগ করেনি।’

২৮ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেব: ঝিনাইদহে অ্যাটর্নি জেনারেল

ভোট চুরির এমপি হতে চাই না: অ্যাটর্নি জেনারেল

ঝিনাইদহে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আরোহী নিহত, বন্ধু আহত

হাদির মৃত্যু: ঝিনাইদহে আ.লীগের ২ নেতার বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা

ভেকুর সামনে শুয়ে পড়লেন ইটভাটার শ্রমিকেরা, বাধার মুখে ফিরে গেলেন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা

ঝিনাইদহের চার আসন: বিএনপিতে মনোনয়ন পেতে তোড়জোড়, প্রচারে সবাই

চিকিৎসা ব্যয় মেটাতে দ্বারে দ্বারে সাহেব আলী, বাঁচার আকুতি

ঝিনাইদহে বড় ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ ছোট ভাইয়ের বিরুদ্ধে

অবৈধ ট্রাক টার্মিনাল উচ্ছেদ

শিশু হাসপাতাল: বেশির ভাগ মেশিন নষ্ট, সেবাবঞ্চিত নবজাতক