হোম > সারা দেশ > ঝিনাইদহ

শৈলকুপায় দোকান ও জমি নিয়ে বিরোধে ৮ জন আহত

শৈলকুপা(ঝিনাইদহ)প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় রবিবার রাতে ও সোমবার দুপুরে দোকান ও জমি নিয়ে পৃথক বিরোধে ৮জন আহত হয়েছে। আহতদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।তাদের মধ্যে আশংকাজনক অবস্থায় ২ জনকে ঢাকা মেডিকেল  ও ১ জনকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শৈলকুপার  হাকিমপুর ইউনিয়নের হাকিমপুর গ্রামে ও  ত্রিবেনী ইউনিয়নের শিতালীডাঙ্গা গ্রামে এ দুই ঘটনা ঘটে।

হাকিমপুর গ্রামের বাসিন্দা আরব আলী লস্কর জানান, শনিবার শৈলকুপা বাজারে কাচামালের দোকান বসানোকে কেন্দ্র করে হাকিমপুর গ্রামের সেলিম লস্করের ছেলে ইলিয়াস লস্কর ও সৌরভ লস্করের সাথে একই গ্রামের শাহিন,রফিকুল ও  আশিকের বাক-বিতন্ডার হয় । এ ঘটনাকে কেন্দ্র করে রবিবার রাত ৮টার দিকে হাকিমপুর বাজারে প্রতিপক্ষরা সেলিম লস্কর(৬০) ও তার দুই ছেলেসহ  ৬ জনকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। আহতদের উদ্ধার করে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তাদের মধ্যে ইলিয়াস লস্কর ও সৌরভ লস্করের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন স্থানীয়  চিকিৎসক।

এদিকে সোমবার দুপুরে ১নং ত্রিবেণী ইউনিয়েনের শিতালীডাঙ্গা গ্রামে জমি নিয়ে বিরোধে তাইজুল শেখ ও তার ছেলে শাহাদৎ শেখকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা । এ ঘটনায় তাইজুল শেখের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ও শাহাদৎ শেখকে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম আজকের পত্রিকাকে বলেন, হাকিমপুর ও শিতালীডাঙ্গা গ্রামে দোকান ও জমি নিয়ে বিরোধে হামলার ঘটনায় কয়েকজন  আহত হয়েছেন । এ দুই  ঘটনায় পৃথক মামলা দায়ের হবে বলে  জানান তিনি।

ঝিনাইদহ-৪ আসনে ‘বঙ্গবন্ধু সেনা পরিষদ’ নেতার মনোনয়নপত্র দাখিল

আমাকে তারেক রহমান মনোনীত করে পাঠিয়েছেন: রাশেদ খান

ঝিনাইদহ-১ আসনে সদ্য সাবেক অ্যাটর্নি জেনারেলের মনোনয়নপত্র জমা

ঝিনাইদহ-৪ আসন: রাশেদ খানকে নিয়ে ক্ষুব্ধ বিএনপির নেতা-কর্মীরা

গণঅধিকারের রাশেদকে আসনছাড়, কানে ধরে দলত্যাগ বিএনপি কর্মীর

২৮ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেব: ঝিনাইদহে অ্যাটর্নি জেনারেল

ভোট চুরির এমপি হতে চাই না: অ্যাটর্নি জেনারেল

ঝিনাইদহে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আরোহী নিহত, বন্ধু আহত

হাদির মৃত্যু: ঝিনাইদহে আ.লীগের ২ নেতার বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা

ভেকুর সামনে শুয়ে পড়লেন ইটভাটার শ্রমিকেরা, বাধার মুখে ফিরে গেলেন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা