হোম > সারা দেশ > ঝিনাইদহ

নিখোঁজের ১৮ ঘণ্টা পর বরজে মিলল গৃহবধূর লাশ

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

ঝিনাইদহের কোটচাঁদপুরে বাড়ি থেকে নিখোঁজের ১৮ ঘণ্টা পর স্থানীয় বরজে মিলল সালমা খাতুন (২৭) নামের এক গৃহবধূর লাশ। আজ শুক্রবার দুপুরে উপজেলার গুড়পাড়া এলাকা থেকে লাশ উদ্ধারের ঘটনা ঘটে। জিজ্ঞাসাবাদের জন্য স্বামীকে থানায় নিয়েছে পুলিশ। 

নিহত সালমা খাতুন ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলার খলসি গ্রামের মৃত হায়দার আলীর মেয়ে। তাঁর স্বামী তরিকুল ইসলামের বাড়ি কোটচাঁদপুর উপজেলার গুড়পাড়া গ্রামে। 

লাশ উদ্ধারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন কোটচাঁদপুর সার্কেলের (অতিরিক্ত) পুলিশ সুপার মুন্না মিয়া। তিনি জানান, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে বাড়ি থেকে নিখোঁজ হন গৃহবধূ সালমা। আজ বেলা ১১টার দিকে তাঁর লাশের খোঁজ মেলে বাড়ির পাশের বরজে। খবর পেয়ে দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে। ঘটনাটি হত্যা না আত্মহত্যা তদন্ত ছাড়া জানাতে পারেননি পুলিশ সুপার মুন্না মিয়া। 

নিহতের বোন কমলা খাতুন বলেন, ‘২০ বছর আগে তরিকুল ইসলামের সঙ্গে বিয়ে হয় আমার বোন সালমা খাতুনের। তাঁদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। গতকাল সন্ধ্যা ৭টার সময় সালমার মেয়ে মোবাইল ফোনে বলে, “তোমাদের বোন কার সঙ্গে চলে গেছে।” ওই সময়ের পর থেকে আমরা চিন্তিত ছিলাম। রাতে ভালো করে ঘুমও হয়নি আমাদের। আজ সকালে জানতে পারি সালমার মৃত্যুর খবর।’ 

কমলা আরও বলেন, ‘আমার বোনাই তরিকুল ইসলাম তাঁকে মেরে ফেলেছেন। বিয়ের পর থেকে বোনাই বোনকে অত্যাচার করতেন। কয়েক দিন আগেও বোনকে মারার জন্য সারা পাড়ায় দৌড়াদৌড়ি করিয়েছেন। আমরা তাঁর বিচার চাই।’ 

প্রতিবেশী মন্টু বিশ্বাস বলেন, ‘গতকাল রাতে জানতে পারলাম সালমা কার সঙ্গে চলে গেছেন। এরপর আর কোনো কিছু জানতাম না। আজ সকালে খবর পেলাম তাঁর মৃতদেহ পড়ে আছে বাড়ির পাশে বরজে। সালমা তরিকুলের দ্বিতীয় স্ত্রী। এর আগে সালমার খালাতো বোনের সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল। তিনি অসুস্থ হয়ে মারা যান।’ 

সালমার স্বামী তরিকুল ইসলাম বলেন, ‘গতকাল বিকেলে ছেলেকে নিয়ে বাজারে গিয়েছিলাম। এরপর রাত ৮টার দিকে বাজার থেকে বাড়ি এসে জানতে পারলাম সে বাড়ি নাই। ওই সময় আশপাশে খোঁজ করি। কিন্তু না পেয়ে বাসায় ফিরে আসি।’ 

তরিকুল ইসলাম আরও বলেন, ‘আমার সন্দেহ ছিল সালমা কারোর সঙ্গে চলে গেছে। কারণ আমি জানতাম, সে স্থানীয় বারবাজারের একজনের সঙ্গে কথা বলে। আজ সকালেও তাঁকে খোঁজ করতে বের হই বাড়ি থেকে। পরে বেলা ১১টার দিকে তাঁর মৃত্যুর সংবাদ মোবাইল ফোনে জানতে পারি।’ 

বিষয়টি নিয়ে কোটচাঁদপুর সার্কেলের (অতিরিক্ত) পুলিশ সুপার মুন্না মিয়া বলেন, ‘দেখে তেমন কিছু বোঝা যাচ্ছে না। আসলে এটা কি হত্যা না আত্মহত্যা। তবে কিসে যেন তাঁর নাক ও কান খেয়ে গেছে। তদন্ত শুরু হয়েছে, তদন্ত শেষে বিস্তারিত বলা সম্ভব হবে। পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কোটচাঁদপুর থানায় নিয়ে এসেছে।’ 

এদিকে জিজ্ঞাসাবাদের জন্য স্বামী তরিকুল ইসলামকে থানায় আনা হয়েছে বলে নিশ্চিত করেছেন কোটচাঁদপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি) সৈয়দ আল-মামুন।

‘বিএনপি ক্ষমতায় না এলে ভাত খাব না’ বলা নিজামের স্বপ্ন পূরণ হলো না

ঝিনাইদহে ইছামতী নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

ঝিনাইদহ-৪: রাশেদ খানকে অফিস ছেড়ে দিতে হুমকির অভিযোগ

ঝিনাইদহে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে নদীতে, দুজন নিহত

ঝিনাইদহ-৪ আসনে ‘বঙ্গবন্ধু সেনা পরিষদ’ নেতার মনোনয়নপত্র দাখিল

আমাকে তারেক রহমান মনোনীত করে পাঠিয়েছেন: রাশেদ খান

ঝিনাইদহ-১ আসনে সদ্য সাবেক অ্যাটর্নি জেনারেলের মনোনয়নপত্র জমা

ঝিনাইদহ-৪ আসন: রাশেদ খানকে নিয়ে ক্ষুব্ধ বিএনপির নেতা-কর্মীরা

গণঅধিকারের রাশেদকে আসনছাড়, কানে ধরে দলত্যাগ বিএনপি কর্মীর

২৮ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেব: ঝিনাইদহে অ্যাটর্নি জেনারেল