ঝিনাইদহে বাসচাপায় এক ভ্যানচালক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সদর উপজেলার হাটগোপালপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ভ্যানচালকের নাম লিয়াকত হোসেন (৬৫)। তিনি উপজেলার হরিশংকরপুর গ্রামের মৃত শাহজাহান শিকদারের ছেলে।
ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, সকালে হাটগোপালপুর বাজার থেকে দুই শিশু শিক্ষার্থীকে নিয়ে ভ্যান চালিয়ে পাশের একটি কিন্ডারগার্টেন স্কুলে যাচ্ছিলেন লিয়াকত হোসেন। পথে বাজারের পাওয়ার হাউজের সামনে দিয়ে পাশের রাস্তায় যাওয়ার জন্য ভ্যান ঘোরাতে যান। এ সময় ঝিনাইদহ থেকে বরিশালগামী নিউ মডার্ন পরিবহনের একটি বাস ভ্যানটিকে ধাক্কায় দেয়।
এতে ভ্যানের সামনের অংশ ভেঙে চাপা পড়ে ঘটনাস্থলেই চালক লিয়াকত হোসেন মারা যান। তবে ভ্যান থেকে রাস্তায় পড়ে গেলেও শিশু শিক্ষার্থীরা হতাহত হয়নি। ওই বাসটি জব্দ করা হয়েছে। চালক পলাতক রয়েছেন।
ওসি আরও জানান, এ বিষয়ে পরিবারের অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তরের প্রক্রিয়া চলছে।