ঝিনাইদহের শৈলকুপায় ছয় দিনেও সন্ধান মেলেনি অটো ভ্যানচালক জিহাদ হোসেন নামের এক শিশুর (১২)। নিখোঁজ শিশু জিহাদ হোসেন উপজেলার ২ নম্বর মির্জাপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের হবিবর রহমানের ছেলে। এ ঘটনায় শনিবার শৈলকুপা থানায় জিডি দায়ের করেন শিশুটির পিতা।
নিখোঁজ শিশু জিহাদের পিতা হবিবর রহমান জানান, তাঁর ছেলে জিহাদ শুক্রবার সকাল ১০টার দিকে অটো ভ্যান নিয়ে পার্শ্ববর্তী শেখপাড়া বাজারের উদ্দেশে যায়। তারপর থেকে তার আর কোনো সন্ধান পাননি তাঁরা। এরপর শনিবার তিনি শৈলকুপা থানায় একটি জিডি দায়ের করেন।
রামচন্দ্রপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই শামীম হোসেন জানান, তাঁরা শিশুটিকে উদ্ধারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
শিশু নিখোঁজের ঘটনায় শৈলকুপা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম জানান, পুলিশ নিখোঁজ শিশুটিকে উদ্ধারের জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।