হোম > সারা দেশ > ঝিনাইদহ

ঝিনাইদহ সীমান্তে ৪৬ স্বর্ণের বিস্কুট জব্দ, আটক ২

ঝিনাইদহ প্রতিনিধি 

উদ্ধার করা স্বর্ণের বিস্কুট ও আটক দুজন। ছবি: আজকের পত্রিকা

ঝিনাইদহের মহেশপুরের সামন্তা সীমান্ত এলাকা থেকে ৪৬টি স্বর্ণের বিস্কুট জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে বিজিবি। আজ সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন মহেশপুরের ছয়ঘরিয়া গ্রামের আব্দুল কাদের মন্ডল (৬০) ও একই উপজেলার রায়পুর গ্রামের মো. দুলাল (৪০)।

ঝিনাইদহ বিজিবি-৫৮ ব্যাটালিয়নের পরিচালক শাহ মো. আজিজুস শহীদ জানান, বিপুল পরিমাণ স্বর্ণ ভারতে পাচারের উদ্দেশ্যে চোরাকারবারিরা সীমান্তের দিকে যাবে, এমন তথ্য আসে বিজিবির কাছে। সেই তথ্যের ভিত্তিতে বিজিবির টহল দল সামন্তা বিওপিসংলগ্ন সীমান্ত পিলার ৫৯/৩ এস থেকে ৩০০ বাংলাদেশের অভ্যন্তরে রায়পুর গ্রামের মাঠে ধানখেতে অবস্থান নেয়।

সে সময় দুজন চোরাকারবারি হেঁটে সীমান্তের দিকে এলে বিজিবির টহল দেখে দৌড়ে পালানোর চেষ্টা করে। তখন বিজিবি সদস্যরা আব্দুর কাদের মন্ডল ও মো. দুলালকে আটক করে। পরে তাঁদের দেহ তল্লাশি করে কোমরে লুকানো অবস্থায় ৪৬টি স্বর্ণের বিস্কুট পাওয়া যায়। এই স্বর্ণের ওজন ৫ কেজি ৪৫৪ গ্রাম এবং আনুমানিক বাজার মূল্য ৫ কোটি ৯১ লাখ ৭২ হাজার ৭৫০ টাকা।

বিজিবি কর্মকর্তা আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা করে মহেশপুর থানায় সোপর্দ করা এবং উদ্ধার স্বর্ণ বারগুলো ঝিনাইদহ ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম চলমান।

ঝিনাইদহ-৪ আসনে ‘বঙ্গবন্ধু সেনা পরিষদ’ নেতার মনোনয়নপত্র দাখিল

আমাকে তারেক রহমান মনোনীত করে পাঠিয়েছেন: রাশেদ খান

ঝিনাইদহ-১ আসনে সদ্য সাবেক অ্যাটর্নি জেনারেলের মনোনয়নপত্র জমা

ঝিনাইদহ-৪ আসন: রাশেদ খানকে নিয়ে ক্ষুব্ধ বিএনপির নেতা-কর্মীরা

গণঅধিকারের রাশেদকে আসনছাড়, কানে ধরে দলত্যাগ বিএনপি কর্মীর

২৮ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেব: ঝিনাইদহে অ্যাটর্নি জেনারেল

ভোট চুরির এমপি হতে চাই না: অ্যাটর্নি জেনারেল

ঝিনাইদহে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আরোহী নিহত, বন্ধু আহত

হাদির মৃত্যু: ঝিনাইদহে আ.লীগের ২ নেতার বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা

ভেকুর সামনে শুয়ে পড়লেন ইটভাটার শ্রমিকেরা, বাধার মুখে ফিরে গেলেন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা