হোম > সারা দেশ > ঝিনাইদহ

ঝিনাইদহে সড়কে গাছ ফেলে ডাকাতি, চালককে কুপিয়ে মোটরসাইকেল ছিনতাই

ঝিনাইদহ প্রতিনিধি

ডাকাতের হামলায় আহত যুবক হাসপাতালে চিকিৎসা নেন। ছবি: সংগৃহীত

ঝিনাইদহে সড়কে গাছ ফেলে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় চালককে কুপিয়ে ও পিটিয়ে মোটরসাইকেল, টাকা ও হাতঘড়ি ছিনিয়ে নেয় ডাকাতেরা। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে জেলার কোটচাঁদপুর-জীবননগর সড়কের শাহাপুর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত সোহাগ হোসেনকে (৩০) কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি কোটচাঁদপুর শহরের আদর্শপাড়া এলাকার মোফাজ্জেল হোসেনের ছেলে এবং পেশায় ব্যবসায়ী।

আহত সোহাগ হোসেন বলেন, ‘রাস্তায় ফেলা গাছের ওপর মোটরসাইকেলের চাকা উঠলেই ৮-১০ জন এসে আমার মাথায় হেলমেট পরা অবস্থায় কয়েকটা বাড়ি দেয় এবং পায়ে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়। তখন আমি মাটিতে পড়ে গেলে তারা সবকিছু নিয়ে যায়। আমি চিৎকার করেছি, কিন্তু কেউ এগিয়ে আসেনি। অনেকক্ষণ পর একজন লোক এলে তাঁর মাধ্যমে পরিবারে খবর দিই। পরিবারের সহযোগিতায় হাসপাতালে আসি।’

সোহাগ হোসেন আরও বলেন, ‘এ ঘটনায় অবশ্যই স্থানীয় মানুষ জড়িত। না হলে কেউ অন্তত এগিয়ে আসত। শুনেছি, এ এলাকায় আগেও এমন ঘটনা ঘটেছে। ডাকাতদের হাতে শটগানও ছিল। ডাকাতির এই ঘটনাস্থল চুয়াডাঙ্গা জেলার জীবননগরের মধ্যে পড়েছে।’

কোটচাঁদপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সেলিম আক্তার বলেন, সোহাগের পায়ে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এদিকে ঘটনা ঘটে দুই থানার সীমান্ত এলাকায়। এ সুযোগে দুই থানার ওসিই ঘটনা তাঁর এলাকায় ঘটেনি বলে দাবি করেন।

এ বিষয়ে জানতে চাইলে কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর আজকের পত্রিকাকে বলেন, ‘ভিকটিমের সঙ্গে কথা বলেছি। তাঁর মোটরসাইকেল ছিনিয়ে নেওয়া হয়েছে। তাঁর শরীরে ধারালো অস্ত্রের আঘাতও আছে। তবে ঘটনাটি যেখানে, তা চুয়াডাঙ্গার জীবননগরের মধ্যে পড়েছে। আমাদের পুলিশও সেখানে গিয়েছিল।’

এ বিষয়ে জীবননগর থানার ওসি মামুন হোসেন বিশ্বাস বলেন, ‘ঘটনাটি যেখানে ঘটেছে, জায়গাটি ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার মধ্যে পড়েছে।’

তবে জীবননগর উপজেলার শাহাপুর পুলিশ ক্যাম্পের টু-আইসি (এএসআই) মোহাম্মদ মামুন বলেন, ‘আমরা নিশ্চিত হয়েছি যে শাহাপুর মাঠের যে স্থানটির কথা বলা হচ্ছে, সেই ঘটনাস্থল কোটচাঁদপুরের মধ্যে। সেখানে আমরা গিয়েছিলাম। কিন্তু সড়কে কোনো গাছের গুঁড়ি বা ডাকাতির আলামত পাইনি।’

ঝিনাইদহের চার আসন: বিএনপিতে মনোনয়ন পেতে তোড়জোড়, প্রচারে সবাই

চিকিৎসা ব্যয় মেটাতে দ্বারে দ্বারে সাহেব আলী, বাঁচার আকুতি

ঝিনাইদহে বড় ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ ছোট ভাইয়ের বিরুদ্ধে

অবৈধ ট্রাক টার্মিনাল উচ্ছেদ

শিশু হাসপাতাল: বেশির ভাগ মেশিন নষ্ট, সেবাবঞ্চিত নবজাতক

গলায় রশি প্যাঁচানো নছিমনচালকের লাশ উদ্ধার

ঝিনাইদহে প্রতিবেশীর বাড়ি থেকে শিশুর মরদেহ উদ্ধার

ট্রাকের ধাক্কায় পুলিশ সদস্য নিহত

ঝিনাইদহে ছুরিকাঘাতে যুবদল কর্মীর মৃত্যু

ঝিনাইদহে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ—বাড়ি ভাঙচুর, আহত ১০