হোম > সারা দেশ > ঝিনাইদহ

ঝিনাইদহে মদপানে তিনজনের মৃত্যু 

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় বিষাক্ত মদপানে তিনজনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে তাঁরা মারা যান।

মৃত ব্যক্তিরা হলেন কালীগঞ্জ শহরের নদীপাড়ার হারুনর রশিদের ছেলে জাহাঙ্গীর (৩৫), একই এলাকার অনিল কুমারের ছেলে বিপুল কুমার (৪৫) এবং ঢাকালে পাড়ার খোকন মিয়ার ছেলে রাজীব হোসেন (২৫)।

মৃত বিপুল কুমারের ভাই নির্মল কুমার বলেন, ‘গতকাল মধ্যরাতে বিপুল প্রেশার লো হয়ে অসুস্থ হয়ে পড়ে। এ সময় কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে চিকিৎসকেরা ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।’

শহরের ঢাকালে পাড়ার নাম প্রকাশে অনিচ্ছুক এক যুবক বলেন, গতকাল রাতে মৃত ব্যক্তিরা কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ডের এক হোমিও হল থেকে মদ পান করলে অসুস্থ হয়ে পড়েন।

কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শিবলী খাতুন বলেন, ‘রেকর্ড বইয়ের তথ্যে, রাজীব হোসেন মদপানে অসুস্থ হয়ে হাসপাতালে এসেছিলেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় যশোর সদর হাসপাতালে পাঠানো হয়।’

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম মোল্লা বলেন, মৃত ব্যক্তিরা সবাই মদপান করলে বিষক্রিয়া অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সদস্যরা তাঁদের হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

‘বিএনপি ক্ষমতায় না এলে ভাত খাব না’ বলা নিজামের স্বপ্ন পূরণ হলো না

ঝিনাইদহে ইছামতী নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

ঝিনাইদহ-৪: রাশেদ খানকে অফিস ছেড়ে দিতে হুমকির অভিযোগ

ঝিনাইদহে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে নদীতে, দুজন নিহত

ঝিনাইদহ-৪ আসনে ‘বঙ্গবন্ধু সেনা পরিষদ’ নেতার মনোনয়নপত্র দাখিল

আমাকে তারেক রহমান মনোনীত করে পাঠিয়েছেন: রাশেদ খান

ঝিনাইদহ-১ আসনে সদ্য সাবেক অ্যাটর্নি জেনারেলের মনোনয়নপত্র জমা

ঝিনাইদহ-৪ আসন: রাশেদ খানকে নিয়ে ক্ষুব্ধ বিএনপির নেতা-কর্মীরা

গণঅধিকারের রাশেদকে আসনছাড়, কানে ধরে দলত্যাগ বিএনপি কর্মীর

২৮ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেব: ঝিনাইদহে অ্যাটর্নি জেনারেল