হোম > সারা দেশ > ঝিনাইদহ

শৈলকুপায় পুলিশের পোশাক পরে প্রবাসীর বাড়িতে ডাকাতি

শৈলকূপা (ঝিনাইদহ) প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় এক প্রবাসীর বাড়িতে পুলিশের পোশাক পরে ডাকাতি হয়েছে। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার কর্নার গ্রামের প্রবাসী নিজাম উদ্দিনের বাড়িতে এই ডাকাতি হয়।

প্রবাসী নিজাম উদ্দিনের স্ত্রী নারগিস নাহার রিক্তা বলেন, ‘রাত ২টার দিকে ঘরের তালা ভেঙে সাত-আটজন অস্ত্রধারী ঘরে ঢোকে। এর মধ্যে একজন পুলিশের পোশাক পরা। তিনজন আমার ঘরে ঢুকে আমার হাত বেঁধে ফেলে ও ছেলের গলায় চাকু ধরে হত্যার হুমকি দেয়। বলে, “যা কিছু আছে সব দিয়ে দে, নাহলে তোর ছেলেকে মেরে ফেলব।” এ সময় শোকেসের ড্রয়ারের তালা ভেঙে প্রায় ৭ ভরি স্বর্ণ ও ৩২ হাজার টাকা নিয়ে যায়।’

নারগিস আরও বলেন, ‘আমি অন্য রুমের চাবি দিতে না চাইলে ডাকাত সদস্যরা বলে, “তোর এলাকার লোক আমাদের ডেকে এনেছে। তা ছাড়া তোর স্বামী দীর্ঘদিন বিদেশে থাকে। যা আছে ভালোভাবে বলছি দিয়ে দে।”’

এ বিষয়ে প্রতিবেশী আলাউদ্দিন বলেন, ‘এই বাড়ির মালিক নিজাম দীর্ঘদিন বিদেশে থাকেন। পরিকল্পিতভাবে ডাকাতি হয়েছে বলে আমার ধারণা।’

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মতিয়ার রহমান বলেন, ‘আমার এলাকায় চুরি-ডাকাতি ছিল না। কিন্তু হঠাৎ এ রকম একটা ঘটনা ঘটে গেল, যা খুব দুঃখজনক। তবে প্রশাসনের সঙ্গে কথা বলে ঘটনার রহস্য উদ্‌ঘাটন করে জড়িতদের আটক করে আইনের আওতায় আনা হবে।’

এ ব্যাপারে মালিথিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) হামিদুল ইসলাম বলেন, ‘আসলে এটা ডাকাতি না, দস্যুতা। কারণ, তিনজন লোক ঘরে ঢুকেছে। পাঁচজনের বেশি হলে তাকে ডাকাতি বলে।’

এ ব্যাপারে জানতে চাইলে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঠাকুর দাস মণ্ডল আজকের পত্রিকাকে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এখন পর্যন্ত থানায় মামলা হয়নি বলে জানান তিনি।

‘বিএনপি ক্ষমতায় না এলে ভাত খাব না’ বলা নিজামের স্বপ্ন পূরণ হলো না

ঝিনাইদহে ইছামতী নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

ঝিনাইদহ-৪: রাশেদ খানকে অফিস ছেড়ে দিতে হুমকির অভিযোগ

ঝিনাইদহে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে নদীতে, দুজন নিহত

ঝিনাইদহ-৪ আসনে ‘বঙ্গবন্ধু সেনা পরিষদ’ নেতার মনোনয়নপত্র দাখিল

আমাকে তারেক রহমান মনোনীত করে পাঠিয়েছেন: রাশেদ খান

ঝিনাইদহ-১ আসনে সদ্য সাবেক অ্যাটর্নি জেনারেলের মনোনয়নপত্র জমা

ঝিনাইদহ-৪ আসন: রাশেদ খানকে নিয়ে ক্ষুব্ধ বিএনপির নেতা-কর্মীরা

গণঅধিকারের রাশেদকে আসনছাড়, কানে ধরে দলত্যাগ বিএনপি কর্মীর

২৮ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেব: ঝিনাইদহে অ্যাটর্নি জেনারেল