হোম > সারা দেশ > ঝিনাইদহ

ইবি শিক্ষকের গাড়ির ধাক্কায় স্কুলছাত্রী নিহত

ইবি প্রতিনিধি

কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতির গাড়ির ধাক্কায় উম্মে রুকাইয়া নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। ঘটনাটি ঘটে গতকাল বৃহস্পতিবার ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মদনডাঙ্গা এলাকায়। 

নিহত উম্মে রুকাইয়া ক্যাম্পাসের পার্শ্ববর্তী শ্রীরামপুর প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী এবং উপজেলার মদনডাঙ্গা গ্রামের মনোহর হোসেনের মেয়ে। 

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পথে গুরুতর আহত স্কুলছাত্রী রুকাইয়া মারা যায়। এ ব্যাপারে শৈলকুপা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। 

স্থানীয়রা জানান, গতকাল দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে একটি দ্রুতগামী গাড়ি উম্মে রুকাইয়াকে ধাক্কা দিলে ঘটনাস্থলে গুরুতর আহত সে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে রেফার করেন। 

নিহত স্কুলছাত্রীর চাচা ফিরোজ আজকের পত্রিকাকে বলেন, ‘স্কুল থেকে বাড়ি ফেরার পথে ইসলামী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতির গাড়ি আমার ভাতিজিকে ধাক্কা দেয়। পরে গাড়িটিকে গাড়াগঞ্জ বাজারে আটক করা হয়। কিছুক্ষণ কথা বলার পর তিনি গাড়ি নিয়ে দ্রুত চলে যান। আজ রুকাইয়াকে দাফন করা হয়েছে।’ 

এ বিষয়ে জানতে চাইলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি শিরিনা খাতুন আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ছিল। ড্রাইভার গাড়িটি নিয়ন্ত্রণ করতে পারেনি। বিষয়টি আমাকে মর্মাহত করেছে।’ 

‘বিএনপি ক্ষমতায় না এলে ভাত খাব না’ বলা নিজামের স্বপ্ন পূরণ হলো না

ঝিনাইদহে ইছামতী নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

ঝিনাইদহ-৪: রাশেদ খানকে অফিস ছেড়ে দিতে হুমকির অভিযোগ

ঝিনাইদহে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে নদীতে, দুজন নিহত

ঝিনাইদহ-৪ আসনে ‘বঙ্গবন্ধু সেনা পরিষদ’ নেতার মনোনয়নপত্র দাখিল

আমাকে তারেক রহমান মনোনীত করে পাঠিয়েছেন: রাশেদ খান

ঝিনাইদহ-১ আসনে সদ্য সাবেক অ্যাটর্নি জেনারেলের মনোনয়নপত্র জমা

ঝিনাইদহ-৪ আসন: রাশেদ খানকে নিয়ে ক্ষুব্ধ বিএনপির নেতা-কর্মীরা

গণঅধিকারের রাশেদকে আসনছাড়, কানে ধরে দলত্যাগ বিএনপি কর্মীর

২৮ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেব: ঝিনাইদহে অ্যাটর্নি জেনারেল