ঝিনাইদহের শৈলকুপায় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতায় এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম হারান মণ্ডল (৭০)। এ ছাড়া আহত হয়েছেন সাতজন। আজ শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার ৬ নং সারুটিয়া ইউনিয়নের কাতলাগাড়ী বাজারে ঘটনাটি ঘটে।
জানা গেছে, নিহত হারান মণ্ডল মৃত আলীমুদ্দিনের ছেলে।
এলাকাবাসী জানিয়েছেন, কয়েক দিন ধরেই ৬ নং সারুটিয়া ইউনিয়নের কাতলাগাড়ী বাজারের আধিপত্য নিয়ে ৬ নং সারুটিয়া ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাহমুদুল হাসান মামুন ও আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী জুলফিকার কায়সার টিপুর সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। উত্তেজনাকে কেন্দ্র করে আজ শুক্রবার সন্ধ্যায় কাতলাগাড়ী বাজারে উভয় পক্ষের সমর্থকেরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে হারান মণ্ডল, ইয়ারুদ্দিন, আব্দুল লতিফ, রজব আলী ও রবিউল গুরুতর আহত হন।
নৌকা প্রতীকের প্রার্থী মামুন অভিযোগ করেন, বিদ্রোহী আনারস প্রতীকের প্রার্থী টিপুর সমর্থকেরা তাঁর অফিসে হামলা চালিয়ে কর্মী-সমর্থকদের গুরুতর জখম করে। এ সময় হারান নামের তাঁর এক সমর্থক নিহত হয়েছেন।
এ ব্যাপারে জুলফিকার কায়সার টিপুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁকে পাওয়া যায়নি।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, শৈলকুপার ৬ নং সারুটিয়া ইউনিয়নে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।