হোম > সারা দেশ > ঝিনাইদহ

শৈলকুপায় নির্বাচনী সহিংসতায় নিহত ১, আহত ৭

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতায় এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম হারান মণ্ডল (৭০)। এ ছাড়া আহত হয়েছেন সাতজন। আজ শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার ৬ নং সারুটিয়া ইউনিয়নের কাতলাগাড়ী বাজারে ঘটনাটি ঘটে।

জানা গেছে, নিহত হারান মণ্ডল মৃত আলীমুদ্দিনের ছেলে। 

এলাকাবাসী জানিয়েছেন, কয়েক দিন ধরেই ৬ নং সারুটিয়া ইউনিয়নের কাতলাগাড়ী বাজারের আধিপত্য নিয়ে ৬ নং সারুটিয়া ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাহমুদুল হাসান মামুন ও আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী জুলফিকার কায়সার টিপুর সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। উত্তেজনাকে কেন্দ্র করে আজ শুক্রবার সন্ধ্যায় কাতলাগাড়ী বাজারে উভয় পক্ষের সমর্থকেরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে হারান মণ্ডল, ইয়ারুদ্দিন, আব্দুল লতিফ, রজব আলী ও রবিউল গুরুতর আহত হন। 

নৌকা প্রতীকের প্রার্থী মামুন অভিযোগ করেন, বিদ্রোহী আনারস প্রতীকের প্রার্থী টিপুর সমর্থকেরা তাঁর অফিসে হামলা চালিয়ে কর্মী-সমর্থকদের গুরুতর জখম করে। এ সময় হারান নামের তাঁর এক সমর্থক নিহত হয়েছেন। 

এ ব্যাপারে জুলফিকার কায়সার টিপুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁকে পাওয়া যায়নি।

 শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, শৈলকুপার ৬ নং সারুটিয়া ইউনিয়নে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

‘বিএনপি ক্ষমতায় না এলে ভাত খাব না’ বলা নিজামের স্বপ্ন পূরণ হলো না

ঝিনাইদহে ইছামতী নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

ঝিনাইদহ-৪: রাশেদ খানকে অফিস ছেড়ে দিতে হুমকির অভিযোগ

ঝিনাইদহে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে নদীতে, দুজন নিহত

ঝিনাইদহ-৪ আসনে ‘বঙ্গবন্ধু সেনা পরিষদ’ নেতার মনোনয়নপত্র দাখিল

আমাকে তারেক রহমান মনোনীত করে পাঠিয়েছেন: রাশেদ খান

ঝিনাইদহ-১ আসনে সদ্য সাবেক অ্যাটর্নি জেনারেলের মনোনয়নপত্র জমা

ঝিনাইদহ-৪ আসন: রাশেদ খানকে নিয়ে ক্ষুব্ধ বিএনপির নেতা-কর্মীরা

গণঅধিকারের রাশেদকে আসনছাড়, কানে ধরে দলত্যাগ বিএনপি কর্মীর

২৮ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেব: ঝিনাইদহে অ্যাটর্নি জেনারেল