হোম > সারা দেশ > ঝিনাইদহ

ঝিনাইদহে কাঠ কারখানায় বয়লার বিস্ফোরণে নিহত ২

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি 

বিস্ফোরিত হওয়া বয়লারের অংশবিশেষ। ছবি: আজকের পত্রিকা

ঝিনাইদহের কোটচাঁদপুরে কাঠের কারখানায় বয়লার বিস্ফোরণে দুই শ্রমিক নিহত এবং একজন আহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে কোটচাঁদপুরের মোবাশ্বের মিয়ার তালমিলের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কোটচাঁদপুর উপজেলার সিঙ্গিয়া গ্রামের রাম মল্লিক (৫০) ও মিল্টন বিশ্বাস (২৫)। আহত আলমগীর হোসেন (৩৫) বর্তমানে যশোর হাসপাতালে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শী ভুট্টো মিয়া জানান, রাম মল্লিক, মিল্টন বিশ্বাস এবং আলমগীর হোসেন কাঠের কাজ করছিলেন। এ সময় বয়লার হঠাৎ বিস্ফোরিত হলে মেশিনের অংশ ছুটে গিয়ে তাঁদের দেহে আঘাত হানে। ঘটনাস্থলেই রাম মল্লিক ও মিল্টন বিশ্বাসের মৃত্যু হয়।

আহত আলমগীর হোসেন (মহেশপুর উপজেলার আলমপুর এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে) গুরুতর আহত হলে তাঁকে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে যশোর হাসপাতালে স্থানান্তর করা হয়।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন মাতুব্বর জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্ত শুরু হয়েছে এবং বিস্ফোরণের সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে।

কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রাফসান রহমান জানান, আহত আলমগীরকে চিকিৎসা দিয়ে যশোর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মৃতদেহ স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়নি।

হাদির মৃত্যু: ঝিনাইদহে আ.লীগের ২ নেতার বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা

ভেকুর সামনে শুয়ে পড়লেন ইটভাটার শ্রমিকেরা, বাধার মুখে ফিরে গেলেন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা

ঝিনাইদহের চার আসন: বিএনপিতে মনোনয়ন পেতে তোড়জোড়, প্রচারে সবাই

চিকিৎসা ব্যয় মেটাতে দ্বারে দ্বারে সাহেব আলী, বাঁচার আকুতি

ঝিনাইদহে বড় ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ ছোট ভাইয়ের বিরুদ্ধে

অবৈধ ট্রাক টার্মিনাল উচ্ছেদ

শিশু হাসপাতাল: বেশির ভাগ মেশিন নষ্ট, সেবাবঞ্চিত নবজাতক

গলায় রশি প্যাঁচানো নছিমনচালকের লাশ উদ্ধার

ঝিনাইদহে প্রতিবেশীর বাড়ি থেকে শিশুর মরদেহ উদ্ধার

ট্রাকের ধাক্কায় পুলিশ সদস্য নিহত