হোম > সারা দেশ > ঝিনাইদহ

সেপটিক ট্যাংকের ২৫ ফুট গভীরের পড়ে প্রাণে বেঁচে গেলেন রেজাউল

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ শহরে নির্মাণাধীন সেপটিক ট্যাংকের ২৫ ফুট গভীরে পড়ে রেজাউল ইসলাম নামের এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ সোমবার বিকেল ৫টার দিকে শহরের সার্কিট হাউসসংলগ্ন চাকলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

রেজাউল ওই এলাকার মনির উদ্দি বিশ্বাসের ছেলে। 

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সুমন আলী জানান, গভীর সেপটিক ট্যাংকে এক ব্যক্তি আটকা পড়েছেন—এমন সংবাদে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় মই ও দড়ি ব্যবহার করে দুজন ফায়ার ফাইটার গর্তে নেমে আহত ব্যক্তি রেজাউল ইসলামকে উদ্ধার করে ওপরে নিয়ে আসেন। পরে তাঁকে হাসপাতালে পৌঁছে দেওয়া হয়। 

স্টেশন অফিসার আরও জানান, কয়েক দিন ধরেই বাড়ির সঙ্গে সেপটিক ট্যাংক নির্মাণ করছিলেন রেজাউল ইসলাম। বিকেলে কেউ না থাকায় বৃষ্টির পানি জমে যেতে পারে শঙ্কায় তিনি পলিথিন দিয়ে গর্ত ঢাকতে গিয়েছিল। এ সময় গর্তের পাড় ভেঙে নিচে পড়ে যান তিনি। 

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তাহিয়া মেহেনাজ বলেন, ‘ফায়ার সার্ভিসের উদ্ধার করে আনা আহত রেজাউলের হাত, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে। তাঁর চিকিৎসা চলছে, তবে তিনি শঙ্কামুক্ত না।’

‘বিএনপি ক্ষমতায় না এলে ভাত খাব না’ বলা নিজামের স্বপ্ন পূরণ হলো না

ঝিনাইদহে ইছামতী নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

ঝিনাইদহ-৪: রাশেদ খানকে অফিস ছেড়ে দিতে হুমকির অভিযোগ

ঝিনাইদহে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে নদীতে, দুজন নিহত

ঝিনাইদহ-৪ আসনে ‘বঙ্গবন্ধু সেনা পরিষদ’ নেতার মনোনয়নপত্র দাখিল

আমাকে তারেক রহমান মনোনীত করে পাঠিয়েছেন: রাশেদ খান

ঝিনাইদহ-১ আসনে সদ্য সাবেক অ্যাটর্নি জেনারেলের মনোনয়নপত্র জমা

ঝিনাইদহ-৪ আসন: রাশেদ খানকে নিয়ে ক্ষুব্ধ বিএনপির নেতা-কর্মীরা

গণঅধিকারের রাশেদকে আসনছাড়, কানে ধরে দলত্যাগ বিএনপি কর্মীর

২৮ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেব: ঝিনাইদহে অ্যাটর্নি জেনারেল