হোম > সারা দেশ > ঝিনাইদহ

ঝিনাইদহে স্বামীর ইটের আঘাতে স্ত্রীর মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ সদরের আরাপপুর ধোপাপাড়া এলাকায় স্বামীর মারপিটে স্ত্রী সীমা খাতুনের (২৫) মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ শনিবার সন্ধ্যা ৬টার দিকে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়ে। তিনি ওই এলাকার জহুরুল ইসলামের স্ত্রী। 

নিহতের ননদ আকলিমা খাতুন জানান, তাঁদের যৌথ পরিবার ক্যাডেট কলেজ সংলগ্ন আবাসন প্রকল্পের বাসিন্দা ছিল। কিন্তু তার বড় ভাই জহুরুল ইসলাম নিয়মিত নেশা করতেন। এ নিয়ে পরিবারের সঙ্গে প্রায়ই গোলমাল হতো। 

এরই জেরে গেল এক মাস আগে তার ভাই জহুরুল ইসলাম জেলা শহরের আরাপপুর ধোপাপাড়া এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে স্ত্রীকে নিয়ে থাকতেন। কিন্তু শনিবার দুপুর ২টার দিকে তাঁর ভাবি সীমা খাতুনকে ভাই ইট দিয়ে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। পরে স্থানীয়রা টের পেয়ে ভাবিকে হাসপাতালে ভর্তি করলে সন্ধ্যায় তার মৃত্যু হয়।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মুসলিমা জিনাত রহমান জানান, সীমা খাতুনের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে। ধারণা করা হচ্ছে, মাথায় আঘাতের কারণে মস্তিষ্কে রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। 

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, এ বিষয়ে অভিযোগ পেলে সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আচরণবিধি ভঙ্গ করায় কৃষক দল নেতাকে জরিমানা

‘বিএনপি ক্ষমতায় না এলে ভাত খাব না’ বলা নিজামের স্বপ্ন পূরণ হলো না

ঝিনাইদহে ইছামতী নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

ঝিনাইদহ-৪: রাশেদ খানকে অফিস ছেড়ে দিতে হুমকির অভিযোগ

ঝিনাইদহে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে নদীতে, দুজন নিহত

ঝিনাইদহ-৪ আসনে ‘বঙ্গবন্ধু সেনা পরিষদ’ নেতার মনোনয়নপত্র দাখিল

আমাকে তারেক রহমান মনোনীত করে পাঠিয়েছেন: রাশেদ খান

ঝিনাইদহ-১ আসনে সদ্য সাবেক অ্যাটর্নি জেনারেলের মনোনয়নপত্র জমা

ঝিনাইদহ-৪ আসন: রাশেদ খানকে নিয়ে ক্ষুব্ধ বিএনপির নেতা-কর্মীরা

গণঅধিকারের রাশেদকে আসনছাড়, কানে ধরে দলত্যাগ বিএনপি কর্মীর