হোম > সারা দেশ > ঝিনাইদহ

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় দুই মাছ ব্যবসায়ী নিহত

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় দুই মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাত ২টার দিকে যশোর-ঝিনাইদহ সড়কের কালীগঞ্জ উপজেলা শহরের খয়েরতলায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন যশোরের চাঁচড়া এলাকার মাছ ব্যবসায়ী ওহিদুজ্জামান (৩৬) এবং একই এলাকার রায়পাড়া গ্রামের লুৎফর রহমান (৪৫)। 

জানা গেছে, তাঁরা একটি পিকআপ ভ্যানে বগুড়া থেকে মাছের রেনু পোনা নিয়ে যশোরে যাচ্ছিলেন। রাতে ঘটনাস্থলে পৌঁছালে সেখানে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বালুবোঝায় ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে পিকআপের ইঞ্জিন দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই দুজন মারা যান। তবে পিকআপচালক পালিয়ে যান। এরপর রাতেই কালীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে নিহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। এ ঘটনায় কালীগঞ্জ হাইওয়ে পুলিশ বালুবোঝাই ট্রাক ও পিকআপ ভ্যানটি জব্দ করে। 

কালীগঞ্জ ফায়ার স্টেশনের কর্মকর্তা মামুনুর রশিদ আজকের পত্রিকাকে বলেন, ‘রাতে সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে পিকআপ ভ্যানে আটকে থাকা মরদেহ দুটি উদ্ধার করি। তাঁরা দুজনই পিকআপের ইঞ্জিনে চাপা পড়েছিলেন। আমরা ইঞ্জিন কেটে তাঁদের বের করে নিয়ে আসি।’ 

কালীগঞ্জের বারোবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাউদ্দীন দুজন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা সংবাদ পেয়ে রাতেই রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা বালুর ট্রাক ও পিকআপ ভ্যান জব্দ করে থানায় নিয়ে আসি।’ 

‘বিএনপি ক্ষমতায় না এলে ভাত খাব না’ বলা নিজামের স্বপ্ন পূরণ হলো না

ঝিনাইদহে ইছামতী নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

ঝিনাইদহ-৪: রাশেদ খানকে অফিস ছেড়ে দিতে হুমকির অভিযোগ

ঝিনাইদহে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে নদীতে, দুজন নিহত

ঝিনাইদহ-৪ আসনে ‘বঙ্গবন্ধু সেনা পরিষদ’ নেতার মনোনয়নপত্র দাখিল

আমাকে তারেক রহমান মনোনীত করে পাঠিয়েছেন: রাশেদ খান

ঝিনাইদহ-১ আসনে সদ্য সাবেক অ্যাটর্নি জেনারেলের মনোনয়নপত্র জমা

ঝিনাইদহ-৪ আসন: রাশেদ খানকে নিয়ে ক্ষুব্ধ বিএনপির নেতা-কর্মীরা

গণঅধিকারের রাশেদকে আসনছাড়, কানে ধরে দলত্যাগ বিএনপি কর্মীর

২৮ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেব: ঝিনাইদহে অ্যাটর্নি জেনারেল