ঝিনাইদহের শৈলকূপায় বাজারে উচ্চ দরে সবজি বিক্রি হচ্ছে। রমজান ও করোনার লকডাউন মিলে যেন দামের পালে হাওয়া লেগেছে। বাজারে তদারকি না থাকায় ব্যবসায়ীরাও লাফিয়ে লাফিয়ে বাড়াচ্ছেন সবজির দাম।
উপজেলার বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি বেগুন ৮০ টাকা, উচ্ছে ১০০ টাকা, শসা ৫০ টাকা, পটল ৮০ টাকা, বরবটি ১০০ টাকা, আলু ৩০ টাকা, ঢ্যাঁড়স ৮০ টাকা ও মরিচ ৬০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া লেবু বিক্রি হচ্ছে ১০০ টাকা হালি।
বাজারে আসা ফাজিলপুর গ্রামের বাসিন্দা হাসান বলেন, সবজি কিনতেই টাকা শেষ, মাছ কিনবো কি দিয়ে? কয়েকদিন আগেও সবজির বাজার এতটা চড়া ছিল না।
এ বিষয়ে সবজি বিক্রেতা নাজির বলেন, লকডাউনের কারণে বাজারে সবজির সরবরাহ কম হওয়ায় দাম বেশি। কেনা দাম বেশি পড়ায় বেশি দামে বিক্রি করতে হচ্ছে। আমাদের কিছু করার নেই।
উপজেলা নির্বাহী অফিসার কানিজ ফাতেমা লিজা বলেন, সবজির বাজার লকডাউন ও পবিত্র রমজানের কারণে বেশি হলেও অন্য নিত্য প্রয়োজনীয় জিনিসের বাজার স্বাভাবিক আছে।