হোম > সারা দেশ > ঝিনাইদহ

ইয়াবা বলে ঠান্ডার ট্যাবলেট বিক্রি, পুলিশ দেখেই ভোঁ দৌড়

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

ঝিনাইদহের কোটচাঁদপুরে একটি ফার্মেসি থেকে ঠান্ডার জন্য ব্যবহৃত শতাধিক ট্যাবলেট কেনেন এক যুবক। এরপর সেগুলো পাতা থেকে খুলে পোঁটলা বানিয়ে ইয়াবা বলে বিক্রির জন্য মোটরসাইকেলে রওনা দেন। পথে পুলিশের নিয়মিত টহল দেখে ভয়ে মোটরসাইকেল ফেলে দৌড় দেন ওই যুবক। এ সময় ধাওয়া দিয়ে আটকের পর পুলিশের কাছে বিষয়টি স্বীকার করেন তিনি। 

গতকাল বৃহস্পতিবার সকালে কোটচাঁদপুরের ঘাঘা গ্রামের সড়কে এ ঘটনা ঘটে। এ সময় কোটচাঁদপুরের তালসার গ্রামের তরিকুল ইসলাম (৩০) নামের ওই যুবককে আটক করা হয়। এ ঘটনায় থানায় তরিকুলের নামে ৩৪ ধারায় মামলা করা হয়েছে। আজ শুক্রবার তাঁকে আদালতে সোপর্দ করেছেন পুলিশ। 

বিষয়টি নিশ্চিত করেছেন কোটচাঁদপুর থানার পরিদর্শক (তদন্ত) সৈয়দ আল-মামুন। 

পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার ঠান্ডার ওই ট্যাবলেটগুলো কোটচাঁদপুরের একটি ফার্মেসি থেকে কেনেন তরিকুল। এরপর তা খুলে পোঁটলা বানিয়ে ইয়াবা বলে বিক্রির জন্য মোটরসাইকেল যোগে জালালপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় পাশ দিয়ে পুলিশ যাচ্ছিলেন। তাদের দেখে মোটরসাইকেল ফেলে পালানোর চেষ্টা করেন তাঁরা। পুলিশ ধাওয়া দিয়ে তরিকুল ইসলামকে আটক করতে পারলেও পালিয়ে যান তাঁর সহযোগী। পরে তরিকুলের কাছ থেকে শতাধিক ওই ট্যাবলেট উদ্ধার করেন পুলিশ। 

এদিকে ট্যাবলেট বিক্রির অভিযোগে ওই ফার্মেসি মালিককেও আটক করেন পুলিশ। পরে ছাড়া পান ওই ফার্মেসি মালিক নাহিন জুবায়ের। 

তালসার পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) কিশোর কুমার বলেন, তরিকুল নামের ওই ছেলেকে ঘাঘা গ্রামের মাঠের সড়ক থেকে ধরা হয়েছিল। এ সময় তাঁর কাছ থেকে ঠান্ডার ট্যাবলেট পাওয়া যায়। বিস্তারিত জানতে তিনি থানা কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে বলেন। 

কোটচাঁদপুর থানার পরিদর্শক (তদন্ত) সৈয়দ আল-মামুন বলেন, ওই ছেলে একটা প্রতারক। সে ইয়াবা বলে, কালিগঞ্জের এক পার্টির কাছে ঠান্ডার ওষুধ বিক্রির প্রক্রিয়া করছিল। এর মধ্যে সে তালসার পুলিশ ফাঁড়ির পুলিশের হাতে ধরা পড়েন। তাঁকে ৩৪ ধারায় মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

‘বিএনপি ক্ষমতায় না এলে ভাত খাব না’ বলা নিজামের স্বপ্ন পূরণ হলো না

ঝিনাইদহে ইছামতী নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

ঝিনাইদহ-৪: রাশেদ খানকে অফিস ছেড়ে দিতে হুমকির অভিযোগ

ঝিনাইদহে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে নদীতে, দুজন নিহত

ঝিনাইদহ-৪ আসনে ‘বঙ্গবন্ধু সেনা পরিষদ’ নেতার মনোনয়নপত্র দাখিল

আমাকে তারেক রহমান মনোনীত করে পাঠিয়েছেন: রাশেদ খান

ঝিনাইদহ-১ আসনে সদ্য সাবেক অ্যাটর্নি জেনারেলের মনোনয়নপত্র জমা

ঝিনাইদহ-৪ আসন: রাশেদ খানকে নিয়ে ক্ষুব্ধ বিএনপির নেতা-কর্মীরা

গণঅধিকারের রাশেদকে আসনছাড়, কানে ধরে দলত্যাগ বিএনপি কর্মীর

২৮ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেব: ঝিনাইদহে অ্যাটর্নি জেনারেল