কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে একটি মালবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ট্রাকচালকের সহকারী শফিউরের (২৫)মৃত্যু হয়েছে। এ ঘটনায় ট্রাকের চালক আহত হয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আজ শুক্রবার ভোরে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের সদর উপজেলার বৃত্তিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শফিউর যশোরের ঝিকরগাছা উপজেলার শাহজাহান আলীর পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, চালক ঘুমিয়ে ঘুমিয়ে গাড়ি চালানোর কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।
এ বিষয়ে কুষ্টিয়া হাইওয়ে থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) মতিউর রহমান জানান, ভোরের দিকে ঝিনাইদহ থেকে মালবোঝাই একটি ট্রাক কুষ্টিয়ার দিকে যাওয়ার পথে বৃত্তিপাড়া বাজারের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে গাড়ির সামনের অংশ ভেঙে যায়। ফলে ঘটনাস্থলেই চালকের সহকারী শফিউরের মৃত্যু হয়। নিহত শফিউরের মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ দুর্ঘটনায় আহত ট্রাকচালক আনোয়ারের অবস্থাও আশঙ্কাজনক। তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।