হোম > সারা দেশ > ঝিনাইদহ

ঝিনাইদহে স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় ৩ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মিজানুর রহমান এ রায় দেন। দণ্ডিতরা হলেন, ঝিনাইদহ সদর উপজেলার খাজুরা পূর্বপাড়া গ্রামের বাদশা মিয়া (৩২), খাজুরা জোয়ারদার পাড়ার রুহুল আমিন (৩০) এবং বড় খাজুরা গ্রামের মন্নু মিয়া (৩৭)। 

বিষয়টি নিশ্চিত করেছেন মামলাটির রাষ্ট্র পক্ষের আইনজীবী বজলুর রহমান। তিনি আজকে পত্রিকাকে বলেন, ‘আদালত দৃষ্টান্তমূলক রায় দিয়েছেন। এ রায়ে রাষ্ট্রপক্ষ খুশি।’ 
তবে আসামি পক্ষের আইনজীবী আশরাফুল ইসলাম জোয়ারদার জানান, তারা এ রায়ে সন্তুষ্ট হতে পারেননি। এ নিয়ে উচ্চ আদালতে আপিল করা হবে। 

রায়ের বিবরণে জানা গেছে, ২০১৯ সালের ১২ আগস্ট সন্ধ্যায় এক স্কুলছাত্রীকে দলবদ্ধ হয়ে ধর্ষণ করেন দণ্ডিতরা। এরপর রাত ১২টার দিকে স্থানীয় একটি পার্কের সামনে ওই ছাত্রীকে রেখে তাঁরা পালিয়ে যান। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে পরদিন ঝিনাইদহ সদর থানায় ধর্ষণ মামলা করেন। 

ওই মামলার তদন্ত শেষে ২০২০ সালের ৩১ আগস্ট আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। আজ সেই মামলায় আদালত বাদশা মিয়া, রুহুল আমিন ও মন্নু মিয়াকে মৃত্যুদণ্ড ও প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করেন।

গণঅধিকারের রাশেদকে আসনছাড়, কানে ধরে দলত্যাগ বিএনপি কর্মীর

২৮ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেব: ঝিনাইদহে অ্যাটর্নি জেনারেল

ভোট চুরির এমপি হতে চাই না: অ্যাটর্নি জেনারেল

ঝিনাইদহে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আরোহী নিহত, বন্ধু আহত

হাদির মৃত্যু: ঝিনাইদহে আ.লীগের ২ নেতার বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা

ভেকুর সামনে শুয়ে পড়লেন ইটভাটার শ্রমিকেরা, বাধার মুখে ফিরে গেলেন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা

ঝিনাইদহের চার আসন: বিএনপিতে মনোনয়ন পেতে তোড়জোড়, প্রচারে সবাই

চিকিৎসা ব্যয় মেটাতে দ্বারে দ্বারে সাহেব আলী, বাঁচার আকুতি

ঝিনাইদহে বড় ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ ছোট ভাইয়ের বিরুদ্ধে

অবৈধ ট্রাক টার্মিনাল উচ্ছেদ