হোম > সারা দেশ > ঝিনাইদহ

১৮ দিন পর বাড়ি ফিরলেন কোটচাঁদপুরের নিখোঁজ ৩ যুবক

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার নিখোঁজ তিন যুবক বাড়ি ফিরেছেন। গতকাল বৃহস্পতিবার সকালে নিখোঁজ থাকার ১৮ দিন পর ওই যুবকেরা বাড়ি ফিরে আসেন। 

জানা যায়, গেল ২০ মার্চ (রোববার) রাতে বাড়ি থেকে বের হন ওই তিন যুবক। এরপর থেকে তাঁদের আর খুঁজে পায়নি পরিবারের লোকজন। কোনো উপায় না পেয়ে পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়। ওই তিন যুবকের মধ্যে রয়েছেন কোটচাঁদপুর বড়বামনদহ গ্রামের মিজানুর রহমানের ছেলে পারভেজ হোসেন, রকিব উদ্দিনের ছেলে রাব্বি হোসেন ও আনোয়ারের ছেলে রিয়াজ হোসেন। 

এ ব্যাপারে রাব্বি হোসেন বলেন, ‘গত ২০ মার্চ (রোববার) যাওয়ার কয়েক ঘণ্টা আগে রিয়াজ আমাকে বলে তাবলিগে যাওয়ার কথা। নামাজ পড়ার অভ্যাস করার জন্য সে আমাকে সঙ্গে করে নিয়ে যায় দুধসরা গ্রামের আব্দুল বাশার নামের এক হুজুরের কাছে। আমি ওখানে এক দিন ছিলাম। রিয়াজ আমাকে ফোন রেখে যেতে বলে। আর খরচের টাকা নিতে বলে। ওই দিন রাতে কোটচাঁদপুর রেলস্টেশন থেকে ট্রেনে কমলাপুর রেলস্টেশনে যাই আমরা। ওখানে আমাদের জন্য একজন অপেক্ষা করছিলেন। ট্রেন থেকে নামার পর তিনি আমাদের কমলাপুরের পাশেই এক বাসায় নিয়ে যান। বেশ কয়েক দিন ওই বাসাতেই থাকি। এরপর আমাদের আর ভালো লাগছিল না এখানে। আর বাড়ির দিকে চলছিল পুলিশের চাপ। পরে আমরা কক্সবাজারে চলে যাই।’ 

রাব্বি আরও বলেন, ‘যে ব্যক্তি আমাদের রেলস্টেশন থেকে নিয়ে যান, তাঁকে আমি চিনি না। রিয়াজ চিনতে পারে। কয়েক দিন যাওয়ার পর আমরা জিজ্ঞাসা করলে বলেন, আরও কিছুদিন এভাবে থাকতে হবে। তাঁর উদ্দেশ্য খারাপ ছিল। হয়তো আমাদের দিয়ে কোনো দেশবিরোধী কাজ করাতে চেয়েছিলেন। আমরা বুঝতে পেরে চলে এসেছি।’ 

বাড়িতে না পাওয়ায় রিয়াজ ও পারভেজের সঙ্গে কথা বলা যায়নি। তবে বিষয়টি নিয়ে কথা হয় পারভেজের বাবা মিজানুর রহমানের কঙ্গে। তিনি বলেন, ‘রিয়াজ আমার ছেলেসহ দুজনকে নিয়ে যায় তাবলিগ করতে। গেল ২০ মার্চ তাঁরা বাড়ি থেকে বের হয়ে যায়। আর বৃহস্পতিবার সকালে আমার বাড়িতে ফিরে আসে। তবে যাওয়ার প্রকৃত কারণ এখনো কেউ বলেনি।’ 

এ ব্যাপারে কোটচাঁদপুর থানার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক সঞ্চিত কুমার বিশ্বাস বলেন, ‘নিখোঁজ হওয়া তিন যুবকই ফিরে এসেছেন। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পরে ওই তিন যুবককে অভিভাবকদের কাছ হস্তান্তর করা হয়েছে।’ 

‘বিএনপি ক্ষমতায় না এলে ভাত খাব না’ বলা নিজামের স্বপ্ন পূরণ হলো না

ঝিনাইদহে ইছামতী নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

ঝিনাইদহ-৪: রাশেদ খানকে অফিস ছেড়ে দিতে হুমকির অভিযোগ

ঝিনাইদহে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে নদীতে, দুজন নিহত

ঝিনাইদহ-৪ আসনে ‘বঙ্গবন্ধু সেনা পরিষদ’ নেতার মনোনয়নপত্র দাখিল

আমাকে তারেক রহমান মনোনীত করে পাঠিয়েছেন: রাশেদ খান

ঝিনাইদহ-১ আসনে সদ্য সাবেক অ্যাটর্নি জেনারেলের মনোনয়নপত্র জমা

ঝিনাইদহ-৪ আসন: রাশেদ খানকে নিয়ে ক্ষুব্ধ বিএনপির নেতা-কর্মীরা

গণঅধিকারের রাশেদকে আসনছাড়, কানে ধরে দলত্যাগ বিএনপি কর্মীর

২৮ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেব: ঝিনাইদহে অ্যাটর্নি জেনারেল