হোম > সারা দেশ > ঝিনাইদহ

ঝিনাইদহে ঈদের কেনাকাটা করতে বেরিয়ে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জন নিহত

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় আজ বৃহস্পতিবার ট্রাকচাপায় নিহত ব্যক্তিদের উদ্ধার করেন ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ। ছবি: আজকের পত্রিকা

ঝিনাইদহের শৈলকুপায় ঈদুল আজহা উপলক্ষে কেনাকাটা করতে বেরিয়ে ট্রাকচাপায় শিশুসন্তানসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। তাঁরা সবাই মোটরসাইকেল আরোহী ছিলেন। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ভাটই বাজারে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন শৈলকুপা উপজেলার মাইলমারী গ্রামের মোস্তফা মণ্ডল (৪৩), স্ত্রী সেলিনা খাতুন (৩৮) ও তাঁদের ছেলে মাহিম (৮)। এ ঘটনায় অভিযুক্ত ট্রাকচালককে আটক এবং ট্রাকটি জব্দ করেছে হাইওয়ে পুলিশ।

জানা গেছে, বিকেলে মাইলমারী গ্রাম থেকে মোটরসাইকেল স্ত্রী ও সন্তানকে নিয়ে ঈদের কেনাকাটা করতে শহরে যাচ্ছিলেন মোস্তফা মণ্ডল। তাঁরা ভাটই বাজার এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি ট্রাক এসে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশু মাহিমের মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মী ও হাইওয়ে পুলিশের সদস্যরা গুরুতর আহত মোস্তফা ও সেলিনাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কিছুক্ষণ পর তাঁরাও মারা যান।

ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে পুলিশের সার্জেন্ট মারুফ হোসেন বলেন, ঘটনাস্থলে ওই দম্পতির শিশুসন্তানের মৃত্যু হয়। আহত স্বামী ও স্ত্রীকে উদ্ধার করে হাসপাতালে আনার পর তাঁদের মৃত্যু হয়। এ ঘটনায় জড়িত ট্রাকচালককে আটক এবং ট্রাকটি জব্দ করা হয়েছে।  

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ছোঁয়া ইসরাইল আজকের পত্রিকাকে বলেন, সড়ক দুর্ঘটনায় আহত এক দম্পতিকে নিয়ে আসার পর তাঁদের হাসপাতালে ভর্তি রাখা হয়। কিছুক্ষণ পর তাঁরা মারা যান।

গলায় রশি প্যাঁচানো নছিমনচালকের লাশ উদ্ধার

ঝিনাইদহে প্রতিবেশীর বাড়ি থেকে শিশুর মরদেহ উদ্ধার

ট্রাকের ধাক্কায় পুলিশ সদস্য নিহত

ঝিনাইদহে ছুরিকাঘাতে যুবদল কর্মীর মৃত্যু

ঝিনাইদহে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ—বাড়ি ভাঙচুর, আহত ১০

চুরির অভিযোগ, সালিস বৈঠকে যুবককে ২০ ফুট মাটিতে নাকে খত

পুলিশের গাড়িতেই বিএনপি কর্মীদের কোপাল প্রতিপক্ষের লোকজন

বিয়েতে দাওয়াত না পাওয়ায় দুপক্ষের সংঘর্ষ, আহত ৫

সনদ জালিয়াতির মামলায় স্কুলশিক্ষকের ৭ বছরের কারাদণ্ড

কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু