হোম > সারা দেশ > ঝিনাইদহ

কোটচাঁদপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় ছাত্রদল নেতা নিহত, আহত ১ 

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

ঝিনাইদহের কোটচাঁদপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় ইমন হোসেন (১৯) নামের এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। আহত হয়েছেন ইমনের এক ফুপাতো ভাই। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার কাশীপুর এলাকায় কোটচাঁদপুর-কালিগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ইমন হোসেন কোটচাঁদপুর পৌরসভার কাশিপুর এলাকার আব্দুর রশিদের ছেলে। তিনি কাশিপুর কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। ইমন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি। তাঁর আহত ফুপাতো ভাই উচ্ছ্বাস বিশ্বাস যশোরের চৌগাছা উপজেলার স্বরূপদহ গ্রামের শওকত আলী ছেলে। তিনি প্রবাসী ছিলেন। 

দুর্ঘটনায় ছাত্রদল নেতা ইমন হোসেন নিহত হওয়ার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন। 

ইমনের চাচাতো ভাই আব্দুল্লাহ বলেন, ইমন ও উচ্ছ্বাস মামাতো-ফুপাতো ভাই। গতকাল শনিবার সন্ধ্যায় মোটরসাইকেল নিয়ে তাঁরা বেড়াতে বের হন। বাড়ি ফেরার পথে কাশীপুর এলাকায় কোটচাঁদপুর-কালীগঞ্জ সড়কের বিস্কুট ফ্যাক্টরির সামনে এলে তাঁদের মোটরসাইকেলকে পেছন থেকে একটি পিকআপ ভ্যান সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তাঁরা গুরুতর আহত হন। 
 
ইমন ও উচ্ছ্বাসকে উদ্ধার করে প্রথমে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে যশোরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে রাতেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইমন হোসেন। উচ্ছ্বাসকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে গেছেন স্বজনেরা। তাঁর অবস্থাও গুরুতর বলে জানান নিহতের চাচাতো ভাই আব্দুল্লাহ। 

কোটচাঁদপুর থানার উপপরিদর্শক (এসআই) শাহ মোহাম্মদ আজিজ বলেন, ‘ছাত্রদল নিহতের ঘটনায় এখনো কেউ কোনো অভিযোগ বা সাধারণ ডায়েরি করেনি।’

‘বিএনপি ক্ষমতায় না এলে ভাত খাব না’ বলা নিজামের স্বপ্ন পূরণ হলো না

ঝিনাইদহে ইছামতী নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

ঝিনাইদহ-৪: রাশেদ খানকে অফিস ছেড়ে দিতে হুমকির অভিযোগ

ঝিনাইদহে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে নদীতে, দুজন নিহত

ঝিনাইদহ-৪ আসনে ‘বঙ্গবন্ধু সেনা পরিষদ’ নেতার মনোনয়নপত্র দাখিল

আমাকে তারেক রহমান মনোনীত করে পাঠিয়েছেন: রাশেদ খান

ঝিনাইদহ-১ আসনে সদ্য সাবেক অ্যাটর্নি জেনারেলের মনোনয়নপত্র জমা

ঝিনাইদহ-৪ আসন: রাশেদ খানকে নিয়ে ক্ষুব্ধ বিএনপির নেতা-কর্মীরা

গণঅধিকারের রাশেদকে আসনছাড়, কানে ধরে দলত্যাগ বিএনপি কর্মীর

২৮ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেব: ঝিনাইদহে অ্যাটর্নি জেনারেল