হোম > সারা দেশ > ঝিনাইদহ

ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ ছাত্র নিহত

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ছাত্র নিহত। ছবি: আজকের পত্রিকা

ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই ছাত্র নিহত হয়েছে। আজ শুক্রবার সকালে ঝিনাইদহ শহরের পবহাটি ও কোটচাঁদপুর উপজেলার বহরমপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো ঝিনাইদহ শহরের পাগলা কানাই এলাকার শিমুল হোসেনের মাদ্রাসাপড়ুয়া ছেলে আদনান (১০) ও কোটচাঁদপুর উপজেলার মুরটিয়াগ্রামের জালাল উদ্দিনের ছেলে কাজল (১৮)।

স্থানীয়রা জানায়, সকালে শহরের পাগলা কানাই এলাকার থেকে শিশু আদনান পবহাটি গিয়েছিল জাম খেতে। ফেরার পথে পবহাটি কলাহাট এলাকার সড়কে দাঁড়ানো অবস্থায় একটি মাটিটানা লাটাহাম্বার গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে শিশুটি গুরুতর আহত হয়। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিকে সকালে কোটচাঁদপুর উপজেলার মুরুটিয়া গ্রাম থেকে কলেজছাত্র কাজল তাঁর চাচাতো ভাইকে নিয়ে মোটরসাইকেলে উপজেলা শহরে যাচ্ছিলেন। পথে বহরমপুর গ্রামের মাঠের মধ্যে পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই কাজল মারা যান। আহত কাজলের চাচাতো ভাই অভিকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া বলেন, ‘দুটি ঘটনাতেই স্থানীয় পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছেছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে। দুর্ঘটনাগুলো খুবই মর্মান্তিক ও দুঃখজনক। আমরা প্রত্যেকের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’

ঝিনাইদহ-৪: রাশেদ খানকে অফিস ছেড়ে দিতে হুমকির অভিযোগ

ঝিনাইদহে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে নদীতে, দুজন নিহত

ঝিনাইদহ-৪ আসনে ‘বঙ্গবন্ধু সেনা পরিষদ’ নেতার মনোনয়নপত্র দাখিল

আমাকে তারেক রহমান মনোনীত করে পাঠিয়েছেন: রাশেদ খান

ঝিনাইদহ-১ আসনে সদ্য সাবেক অ্যাটর্নি জেনারেলের মনোনয়নপত্র জমা

ঝিনাইদহ-৪ আসন: রাশেদ খানকে নিয়ে ক্ষুব্ধ বিএনপির নেতা-কর্মীরা

গণঅধিকারের রাশেদকে আসনছাড়, কানে ধরে দলত্যাগ বিএনপি কর্মীর

২৮ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেব: ঝিনাইদহে অ্যাটর্নি জেনারেল

ভোট চুরির এমপি হতে চাই না: অ্যাটর্নি জেনারেল

ঝিনাইদহে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আরোহী নিহত, বন্ধু আহত