কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাক্টরের চাপায় আব্দুস সালাম (৬০) নামের এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে কালীগঞ্জ শহরের মধুগঞ্জ দশতলার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুস সালামের বাড়ি শিমলার রোকনপুর ইউনিয়নের পুকুরিয়া গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বাইসাইকেলে আব্দুস সালাম শহরের পুরাতন বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় একটি ট্রাক্টর তাঁকে চাপা দেয়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর মারা যান।
কালীগঞ্জ থানার ওসি মাহফুজুর রহমান নিহত হওয়ার বিষয়টি নিশ্চিতি করেছেন।