হোম > সারা দেশ > ঝিনাইদহ

‘নাশকতা মামলায়’ কোটচাঁদপুরে বিএনপির সভাপতি গ্রেপ্তার

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাককে (৬২) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে তাঁকে মহেশপুর থেকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা আল মাসুদ মিয়া। 

আব্দুর রাজ্জাক কোটচাঁদপুর উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলার ফাজিলপুর গ্রামের মৃত দলিল উদ্দিন বিশ্বাসের ছেলে। 

জানা যায়, আব্দুর রাজ্জাক গত ১ নভেম্বর কোটচাঁদপুর থানার নাশকতা মামলার আসামি। মামলা হওয়ার পর তিনি মহেশপুর উপজেলার একতাঁরপুর গ্রামে লেন্টু মেম্বরের বাসায় ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে তাঁকে মহেশপুরের ওই বাসা থেকে গ্রেপ্তার করা হয়। সোমবার সকালে তাঁকে আদালতে পাঠিয়েছে পুলিশ। 

কোটচাঁদপুর থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা আল মাসুদ মিয়া বলেন, নাশকতা মামলায় রোববার রাতে বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করা হয়েছে। তিনি মহেশপুর উপজেলা একতাঁরপুর গ্রামের লেন্টু মেম্বরের বাসায় পালিয়ে ছিলেন। 
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

তিনি বলেন, উপজেলা বিএনপির সভাপতিসহ ওই মামলায় আজ পর্যন্ত ১০ জন গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

ভেকুর সামনে শুয়ে পড়লেন ইটভাটার শ্রমিকেরা, বাধার মুখে ফিরে গেলেন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা

ঝিনাইদহের চার আসন: বিএনপিতে মনোনয়ন পেতে তোড়জোড়, প্রচারে সবাই

চিকিৎসা ব্যয় মেটাতে দ্বারে দ্বারে সাহেব আলী, বাঁচার আকুতি

ঝিনাইদহে বড় ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ ছোট ভাইয়ের বিরুদ্ধে

অবৈধ ট্রাক টার্মিনাল উচ্ছেদ

শিশু হাসপাতাল: বেশির ভাগ মেশিন নষ্ট, সেবাবঞ্চিত নবজাতক

গলায় রশি প্যাঁচানো নছিমনচালকের লাশ উদ্ধার

ঝিনাইদহে প্রতিবেশীর বাড়ি থেকে শিশুর মরদেহ উদ্ধার

ট্রাকের ধাক্কায় পুলিশ সদস্য নিহত

ঝিনাইদহে ছুরিকাঘাতে যুবদল কর্মীর মৃত্যু