হোম > সারা দেশ > ঝিনাইদহ

মায়ের জন্য মেহেদী কিনে বাড়ি ফেরা হলো না যুবকের

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি 

প্রতীকী ছবি

খেজুরগাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় কাজল হোসেন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তাঁর চাচাতো ভাই অভি হোসেন (১৪)। আজ শুক্রবার সকালে কোটচাঁদপুরের আমেরিকান সড়কে এ দুর্ঘটনা ঘটে। মেহেদী কিনতে দুই ভাই বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হয়েছিলেন।

নিহত কাজল কোটচাঁদপুরের মুরুটিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে। আহত অভি ওই গ্রামের জালাল উদ্দীনের ছেলে। বর্তমানে অভি যশোর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অভির মা হাসিনা বেগম জানান, কাজল আর অভি চাচাতো ভাই। ঈদের জন্য সকালে মায়ের কাছ থেকে টাকা আর মোটরসাইকেল নিয়ে কাজল অভিকে সঙ্গে নিয়ে মেহেদী কিনতে বের হন। এর কিছুক্ষণ পর জানতে পারেন, ওরা দুর্ঘটনার শিকার হয়েছে। এরপর ঘটনাস্থলেই কাজলের মৃত্যুর খবর পান তাঁরা।

স্থানীয়রা বলেন, দেখলাম দুজন মোটরসাইকেল নিয়ে আসছে। এরপর নিযন্ত্রণ হারিয়ে পাশের খেজুরগাছের সঙ্গে ধাক্কা লাগে মোটরসাইকেলের। এরপর গিয়ে দেখি, একজন মারা গেছে। অন্যজন গুরুতর আহত হয়েছে। তাকে ভ্যানে তুলে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তানভির জামান জানান, আহত কিশোরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোর হাসপাতালে রের্ফাড করা হয়েছে।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, পুলিশ ঘটনাস্থলে গেছে। সুরতহাল করার পর কারোর কোন অভিযোগ না থাকলে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।

‘বিএনপি ক্ষমতায় না এলে ভাত খাব না’ বলা নিজামের স্বপ্ন পূরণ হলো না

ঝিনাইদহে ইছামতী নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

ঝিনাইদহ-৪: রাশেদ খানকে অফিস ছেড়ে দিতে হুমকির অভিযোগ

ঝিনাইদহে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে নদীতে, দুজন নিহত

ঝিনাইদহ-৪ আসনে ‘বঙ্গবন্ধু সেনা পরিষদ’ নেতার মনোনয়নপত্র দাখিল

আমাকে তারেক রহমান মনোনীত করে পাঠিয়েছেন: রাশেদ খান

ঝিনাইদহ-১ আসনে সদ্য সাবেক অ্যাটর্নি জেনারেলের মনোনয়নপত্র জমা

ঝিনাইদহ-৪ আসন: রাশেদ খানকে নিয়ে ক্ষুব্ধ বিএনপির নেতা-কর্মীরা

গণঅধিকারের রাশেদকে আসনছাড়, কানে ধরে দলত্যাগ বিএনপি কর্মীর

২৮ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেব: ঝিনাইদহে অ্যাটর্নি জেনারেল