হোম > সারা দেশ > ঝিনাইদহ

শেখ হাসিনার গাড়িবহরে হামলা: সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ঝিনাইদহ প্রতিনিধি

সাতক্ষীরার কলারোয়ায় ২০০২ সালে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা ও পরিকল্পনার দায়ে সাজাপ্রাপ্ত আসামি মো. আলাউদ্দিনকে (৪৩) গ্রেপ্তার করেছে র‍্যাব। ওই ঘটনায় দায়ের হওয়া তিনটি মামলায় আলাউদ্দিনকে মোট ১৬ বছরের কারাদণ্ড দেন আদালত। 

আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছে ঝিনাইদহ র‍্যাব-৬ ক্যাম্পের কমান্ডার ইশতিয়াক হোসাইন। গতকাল শনিবার চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার মোহাম্মদপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে জানানো হয়েছে। 

গ্রেপ্তার আলাউদ্দিন সাতক্ষীরা জেলার কলারোয়া থানা কিসমত ইলিশপুর গ্রামের মৃত মোকছেদ আলীর ছেলে। তবে তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত কি না, সে বিষয়ে কিছু জানাতে পারেনি র‍্যাব। 

র‍্যাবের ক্যাম্প কমান্ডার ইশতিয়াক হোসাইন জানান, ২০০২ সালের ৩০ আগস্ট সাতক্ষীরা জেলার কলারোয়া থানা এলাকায় তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র, হাতবোমাসহ গাড়িবহরে হামলা চালায় সন্ত্রাসীরা। এ ঘটনায় কলারোয়া থানায় অস্ত্র ও বিস্ফোরক আইনে তিনটি মামলা করা হয়। সেই মামলায় বিচারকাজ শেষে চলতি বছরের ১৮ এপ্রিল সাতক্ষীরা স্পেশাল ট্রাইব্যুনাল-৩-এর বিজ্ঞ আদালত ওই হামলায় জড়িত আলাউদ্দিনসহ ৪৮ আসামিকে যাবজ্জীবনসহ বিভিন্ন মেয়াদে দণ্ডিত করেন। এতে পৃথক তিন মামলায় মোট ১৬ বছরের সাজা হয় আলাউদ্দিনের। 

তিনি আরও জানান, আসামি আলাউদ্দিন সহযোগীদের নিয়ে প্রধানমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে হাতবোমা নিক্ষেপ করেন। এতে অনেক নেতা-কর্মী আহত হন। 

র‍্যাব কর্মকর্তা ইশতিয়াক হোসেন বলেন, সাজা হওয়ার পর থেকেই আলাউদ্দিন আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পালিয়ে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে তিনি চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানা এলাকার মোহাম্মদপুরে আত্মগোপনে রয়েছেন। পরে সেখানে অভিযান চালিয়ে শনিবার দিবাগত রাত ২টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

‘বিএনপি ক্ষমতায় না এলে ভাত খাব না’ বলা নিজামের স্বপ্ন পূরণ হলো না

ঝিনাইদহে ইছামতী নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

ঝিনাইদহ-৪: রাশেদ খানকে অফিস ছেড়ে দিতে হুমকির অভিযোগ

ঝিনাইদহে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে নদীতে, দুজন নিহত

ঝিনাইদহ-৪ আসনে ‘বঙ্গবন্ধু সেনা পরিষদ’ নেতার মনোনয়নপত্র দাখিল

আমাকে তারেক রহমান মনোনীত করে পাঠিয়েছেন: রাশেদ খান

ঝিনাইদহ-১ আসনে সদ্য সাবেক অ্যাটর্নি জেনারেলের মনোনয়নপত্র জমা

ঝিনাইদহ-৪ আসন: রাশেদ খানকে নিয়ে ক্ষুব্ধ বিএনপির নেতা-কর্মীরা

গণঅধিকারের রাশেদকে আসনছাড়, কানে ধরে দলত্যাগ বিএনপি কর্মীর

২৮ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেব: ঝিনাইদহে অ্যাটর্নি জেনারেল