হোম > সারা দেশ > ঝিনাইদহ

শ্বশুরবাড়ি বেড়াতে এসে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল তাঁর 

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জে শ্বশুরবাড়ি বেড়াতে এসে ট্রেনে কাটা পড়ে মানিক মিয়া (৪৬) নামের এক গার্মেন্টস শ্রমিক মারা গেছেন। আজ শনিবার বেলা ১১টার দিকে উপজেলার সুন্দরপুর স্টেশনের অদূরে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তাঁর মৃত্যু হয়। তবে তিনি আত্মহত্যা করেছেন, না অন্য কোনো কারণে ট্রেনে কাটা পড়েছেন—তা এখনো নিশ্চিত করা যায়নি।

জানা গেছে, মানিক বগুড়া সদর উপজেলার জগদাড়ি গ্রামের আবুল হোসেনের ছেলে। গতকাল শুক্রবার উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নের চাঁদবা গ্রামে শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন তিনি। ওই গ্রামের মৃত আকবার ধনীর মেয়ে রোমেনা বেগমের (৪৮) সঙ্গে তিন মাস আগে তাঁর বিয়ে হয়। এটি তাঁর দ্বিতীয় বিয়ে।

আমিরুল ইসলাম নামের একজন স্থানীয় বাসিন্দা জানান, আজ শনিবার সকাল ১০টার দিকে পার্শ্ববর্তী একতারপুর বাজারে বেড়াতে যাওয়ার কথা বলে শ্বশুরবাড়ি থেকে বের হন মানিক মিয়া। বেলা ১১টার দিকে খুলনা থেকে ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তিনি মারা যান।

কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) প্রকাশ কুমার বলেন, ‘ঘটনাস্থলে গিয়েছিলাম। ট্রেনে কাটা পড়ে মানিক মারা গেছেন। তাঁর মরদেহ উদ্ধার করবে রেল পুলিশ। তবে তাঁর কাছে থাকা ২ হাজার ৩০০ টাকা আমি হেফাজতে নিয়েছি। এই টাকা তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

মোবারকগঞ্জ রেলস্টেশনের মাস্টার শোভন রায় নিহতের ঘটনা নিশ্চিত করে জানান, ঘটনাটি জানার পর যশোর রেল পুলিশকে জানানো হয়েছে। তারা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করবে।

‘বিএনপি ক্ষমতায় না এলে ভাত খাব না’ বলা নিজামের স্বপ্ন পূরণ হলো না

ঝিনাইদহে ইছামতী নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

ঝিনাইদহ-৪: রাশেদ খানকে অফিস ছেড়ে দিতে হুমকির অভিযোগ

ঝিনাইদহে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে নদীতে, দুজন নিহত

ঝিনাইদহ-৪ আসনে ‘বঙ্গবন্ধু সেনা পরিষদ’ নেতার মনোনয়নপত্র দাখিল

আমাকে তারেক রহমান মনোনীত করে পাঠিয়েছেন: রাশেদ খান

ঝিনাইদহ-১ আসনে সদ্য সাবেক অ্যাটর্নি জেনারেলের মনোনয়নপত্র জমা

ঝিনাইদহ-৪ আসন: রাশেদ খানকে নিয়ে ক্ষুব্ধ বিএনপির নেতা-কর্মীরা

গণঅধিকারের রাশেদকে আসনছাড়, কানে ধরে দলত্যাগ বিএনপি কর্মীর

২৮ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেব: ঝিনাইদহে অ্যাটর্নি জেনারেল